• পাঁচ বছর ধরে সেতুর রেলিং ভাঙা, দুর্ঘটনার আশঙ্কা কাওয়ামারিতে
    বর্তমান | ০৪ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের কাওয়ামারি রেল গেট সংলগ্ন সেতুটি পাঁচ বছর ধরে রেলিং ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। রড বেরিয়ে রয়েছে। গাড়ি উল্টে যে কোনও সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। সেতুটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। যদিও বিডিও তাপসকুমার পাল সেতুটি সংস্কারের আশ্বাস দিয়েছেন। 

    এই সেতুর উপর দিয়ে হরিশ্চন্দ্রপুর, মালিওর ১, ২ ও দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের অসংখ্য মানুষ যাতায়াত করেন। টোটো, অটো থেকে শুরু করে ছোট বড়ো গাড়ি চলাচল করে। হরিশ্চন্দ্রপুর থানা, হাসপাতাল,ব্যাঙ্ক ও বাজার যেতে হলে এই সেতুর উপর দিয়েই যেতে হয়। টোটো চালক আসিম আলি বলেন, ঝুঁকি নিয়ে সেতুটি পারাপার হতে হয়। বিশেষ করে রাতে চরম সমস্যা হয়। স্থানীয় বাসিন্দা সামসুল হক বলেন, আমরা ব্লকে বিষয়টি জানিয়েছি। এখনও পর্যন্ত সংস্কারে কোনও হেলদোল নেই। জেলা পরিষদের কংগ্রেসের সদস্যা চুমকি দাস বলেন, সেতুটি সংস্কারের বিষয়ে জেলায় জানাব।
  • Link to this news (বর্তমান)