• টাকিমারির রাসমেলার এবার ২৬তম বর্ষ, খুঁটিপুজোর মধ্য দিয়ে প্রস্তুতি শুরু
    বর্তমান | ০৪ নভেম্বর ২০২৪
  • পবিত্র রায়, রাজগঞ্জ: রবিবার রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের গজলডোবা তথা ২নং টাকিমারির ঐতিহ্যবাহী রাসমেলার খুঁটিপুজো হল। এর মধ্যদিয়ে রাসমেলা এবং উত্তরবঙ্গ লোকসংস্কৃতি ও বাউল উৎসবের প্রস্তুতি শুরু হল। এবছর রাসমেলা ২৬তম বর্ষে পদার্পণ করছে। স্থানীয় নব মিলন যুব সঙ্ঘের পরিচালনায় ও ২নং টাকিমারি বাজার কমিটির সহযোগিতায় সাত দিন ব্যাপী এই রাসমেলা চলবে। ১৫ নভেম্বর রাস উৎসবের পরের দিন থেকে  সাত দিন ব্যাপী মেলা ও বাউল উৎসব চলবে। এদিন খুঁটিপুজোয় মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা রায়, রাসমেলা উদযাপন কমিটির সভাপতি রনজিৎ দাস ও মৃত্যুঞ্জয় বর্মন সহ সদস্যরা উপস্থিত ছিলেন।

    মেলা কমিটির সদস্য ধরণীকান্ত রায় ও হরিপদ রায় বলেন, এটি শুধু মেলা নয়, হাজার হাজার মানুষের মিলনের একটি জায়গা। রাসমেলার পরের দিন থেকে সাত দিন ব্যাপী মেলা ও উত্তরবঙ্গ লোকসংস্কৃতি ও বাউল উৎসবের আয়োজন করা হয়েছে। রাজ্যের পাশাপাশি বাংলাদেশ থেকেও বাউল শিল্পীরা অনুষ্ঠান করতে আসবেন। 

    রাসমেলা কমিটি জানিয়েছে, হীরালাল প্রামাণিক তত্ত্বরাজ, রতন অধিকারী তত্ত্ব বিশারদ (গঙ্গারামপুর), পরমেশ শিকদার সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়া কোচবিহারের সুশীল দাস বাউল তত্ত্বরাজ, রঞ্জনা দাসী সঙ্গীত পরিবেশন করবেন। ছোট ব্রোজ গোপাল, রসময় কণ্ঠশিল্পী, শিল্পী সন্ন্যাসী, ভাবুক শিল্পী দলও সঙ্গীত পরিবেশন করবে। বাংলাদেশের ইমদাদুল হক, বালুরঘাটের তাপসী দেবনাথও অনুষ্ঠান করবেন। এছাড়াও ১৯, ২০, ২১, ২২ নভেম্বর বিভিন্ন জায়াগার বহিরাগত শিল্পীদের নিয়ে অনুষ্ঠান হবে। এই মেলায় শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালবাজার সহ বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় জমান। রবিবার খুঁটিপুজোর মধ্যদিয়ে তারই প্রস্তুতি শুরু হল। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)