• যোগাসন প্রতিযোগিতায় ব্যাপক সাড়া
    বর্তমান | ০৪ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, দিনহাটা: দিনহাটার মহামায়া পাট ব্যায়াম বিদ্যালয় আয়োজিত ৬৩তম দ্য গ্রেটেস্ট শো-র অনুষ্ঠানের তৃতীয় দিন মহিলা-পুরুষ যোগাসন প্রতিযোগিতায় ব্যাপক সাড়া পড়ে, ৪৫০’র বেশি প্রতিযোগী এতে অংশ নেয়। শনিবার দুপুর ২টোয় শুরু হয়ে রাত ১২টায় প্রতিযোগিতা শেষ হয়। যোগাসন প্রতিযোগিতার ৩-৬ বছর বয়সি গ্রুপে বালিকা বিভাগে প্রথম হয়েছে স্নেহা বর্মন, বালক বিভাগে প্রথম হয়েছে হিয়ন ঘোষ। ৬-১০ বছর বয়সি বালিকা ও বালক বিভাগে প্রথম হয়েছে যথাক্রমে জাগরীতি আচার্য ও মনীত বর্মন। ১০-১৪ বছর বয়সি বালিকা বিভাগে অদ্রিজা রায় ও বালক বিভাগে দীপতায়ন দে প্রথম হয়েছে। ১৪ বছরের ঊর্ধ্বে বালিকা বিভাগে রাজস্মিতা রায় ও বালক বিভাগে গৌরব সাহা প্রথম হয়েছে। মহিলা ভেটারেন্স বিভাগে প্রথম হয়েছেন সুজাতা বর্মন ও পুরুষ ভেটারেন্স বিভাগে বিপুল বর্মন প্রথম হয়েছেন। ব্যায়াম বিদ্যালয়ের সম্পাদক বিভুরঞ্জন সাহা বলেন, যোগাসন প্রতিটি বিভাগের স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)