• সিনিয়র রেসিডেন্ট পদ থেকে অব্যাহতি পেলেন ৯ ডাক্তার
    বর্তমান | ০৪ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিনিয়র রেসিডেন্ট (এসআর) পদ থেকে বেরিয়ে এলেন ন’জন চিকিৎসক। বন্ড চুক্তি থেকে বেরিয়ে আসার জন্য রাজ্য সরকারের কাছে তাঁরা আবেদন করেছিলেন। রাজ্য সেই আবেদন মঞ্জুর করে তাঁদের অব্যাহতি দিয়েছে। রাজ্য স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর, তবে নিয়মমাফিক যাঁরা তিনবছরের বন্ড মেয়াদের থেকে যতদিন কম কাজ করবেন, সেই অনুযায়ী তাঁদের ক্ষতিপূরণও জমা দিতে হবে রাজ্যের কাছে। এই ন’জনের মধ্যে সাতজন বন্ড মেয়াদের মাত্র একবছর সার্ভিস দিয়েছেন। বন্ড সার্ভিস দু’বছর বাকি থাকায় তাঁদের প্রত্যেককে ২০ লক্ষ টাকা (বছরে ১০ লক্ষ টাকার হিসেবে) হিসেবে ক্ষতিপূরণ জমা দিতে হবে। বাকি দু’জনের মধ্যে একজন বন্ড সার্ভিস একেবারেই দেননি। তাই রাজ্যের কাছে ক্ষতিপূরণ বাবদ তাঁকে জমা দিতে হবে ৩০ লক্ষ টাকা। আর একজন এসআর হিসেবে সার্ভিস দিয়েছেন দু’বছর। তাই একবছরের বকেয়া সার্ভিসের জন্য ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণ জমা দিয়েই রেহাই পাবেন তিনি।
  • Link to this news (বর্তমান)