• ঘিঞ্জি এলাকায় খড়ের গাদায় আগুন কাকদ্বীপে, রক্ষা পেল বহু পরিবার
    বর্তমান | ০৪ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কাকদ্বীপ: বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল কাকদ্বীপের গান্ধী নগরের প্রায় ৫০০ পরিবার। রবিবার দুপুরে হঠাৎই ওই এলাকায় একটি গোরুর ঘাটালের কাছে থাকা খড়ের গাদায় আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। কিন্তু কাছাকাছি কোনও পুকুর না থাকায় সমস্যায় পড়ে যান এলাকাবাসীরা। কারণ ঘিঞ্জি ওই এলাকার প্রতিটি বাড়ি কাছাকাছি। হাতের কাছে যেখানে যেটুকু জল পাওয়া যায়, তা নিয়েই তাঁরা জ্বলন্ত খড়ের গাদায় ঢালতে থাকেন। খবর দেওয়া হয় দমকলে। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুনে জল দেওয়ার কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা ধরে আগুন ধিকিধিকি জ্বলতে থাকে। বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও চলে আসেন। তাঁরা ওই এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেন। পুরো এলাকা ধোঁয়ায় ভরে যায়। আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে প্রায় আড়াই ঘণ্টা সময় লেগে যায়। 

    এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা দীপঙ্কর হালদার বলেন, অতীতেও এই এলাকায় আগুন লেগেছিল। প্রায় প্রতিটি বাড়ি লাগোয়া হওয়ার কারণে এমন ঘটনা ঘটলে গ্রামবাসীরা আতঙ্কে থাকেন। একটি ঘরে আগুন লেগে গেলে, বাকি ঘরগুলি বাঁচানো খুবই কঠিন হয়ে যায়। এই যাত্রায় সবাই বেঁচে গেলাম। তবে কীভাবে ওই খড়ের গাদায় আগুন লাগলো, তার কোনও কারণ জানা যায়নি। পুলিস ও দমকল বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)