• কাকদ্বীপে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বিজেপির যুবনেতা
    বর্তমান | ০৪ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কাকদ্বীপ: এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বিজেপির যুবনেতা। ধৃতের নাম নান্টু দাস। সে কাকদ্বীপ থানার নারায়ণপুর অঞ্চলের বাসিন্দা বলে জানা গিয়েছে। প্রায় মাসখানেক আগে এই কাণ্ড ঘটিয়ে গা ঢাকা দিয়েছিল সে। থানায় অভিযোগ হলেও পুলিস তাকে ধরতে পারছিল না। অবশেষে শনিবার কাকদ্বীপ থানার পুলিস ওই যুবনেতাকে গ্রেপ্তার করেছে। রবিবার তাকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

    জানা গিয়েছে, ওই গৃহবধূর স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। দুই সন্তানকে সঙ্গে নিয়ে বাড়িতে একাই থাকেন ওই মহিলা। অভিযোগ, নান্টু ওই গৃহবধূকে মাঝেমধ্যেই কুপ্রস্তাব দিত। নির্যাতিতা বলেন, ‘গত ৩০ সেপ্টেম্বর বাড়ির দরজা ভেঙে নান্টু ভিতরে ঢুকে আমায় ধর্ষণ করেছে। চিৎকার করতে গেলে একটি কাঠ দিয়ে মাথায় আঘাত করে ও। এরপরই অজ্ঞান হয়ে যাই। সেই সুযোগে বাড়ি থেকে ৮০ হাজার টাকা ও সোনার গয়না নিয়ে পালিয়ে যায় নান্টু।’ গৃহবধূর উপর পাশবিক অত্যাচার দেখে তাঁর মেয়ে  চিৎকার করতে গেলে, তাকে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

    এই ঘটনার পরের দিন, অর্থাৎ ১ অক্টোবর নির্যাতিতা গৃহবধূ কাকদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিস তদন্ত শুরু করলেওনিান্টুকে খুঁজে পাচ্ছিল না। সে এক মাস গা ঢাকা দিয়েছিল। অবশেষে ফোনের টাওয়ার ট্র্যাক করে শনিবার নান্টুকে গ্রেপ্তার করে পুলিস। এই ঘটনা প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্ব। দায় এড়াতে নান্টুর সঙ্গে দলের যোগের কথা অস্বীকার করেছে গেরুয়া শিবির।

    এ বিষয়ে বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সম্পাদক কৌশিক দাস বলেন, ওই যুবক বিজেপির কেউ নয়। তৃণমূল এই ঘটনাকে ইস্যু করে বিজেপিকে নিশানা করেছে। নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য ধীরেন্দ্রনাথ পাত্র বলেন, বিজেপির ওই যুবনেতা দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে উত্ত্যক্ত করছিল। বিজেপি নেতারা জনসেবা করার নামে এই সব অপকীর্তি করে বেড়াচ্ছে। যে কারণে মানুষ ওদের পাশ থেকে সরে আসছে।
  • Link to this news (বর্তমান)