• পাওনা টাকা আনতে গিয়ে ‘খুন’ হলেন বৃদ্ধ, শোরগোল দত্তপুকুরে
    বর্তমান | ০৪ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: ছেলের প্রাপ্য টাকা আনতে গিয়েছিলেন বাবা। টাকা দেওয়া তো দূরের কথা, বৃদ্ধকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল পড়শি এক ব্যক্তির বিরুদ্ধে। রবিবারের এই ঘটনায় দত্তপুকুর থানার জাফরপুর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ওসমান আলি (৬৫)। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন পরিবার ও পরিজনরা। এলাকায় অশান্তি এড়াতে পুলিস পিকেট বসনো হয়েছে।

    স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ওসমান আলির ছেলে আখের আলি ওই গ্রামেরই বাসিন্দা জাকির আলিকে ২৫ হাজার ৫০০ টাকা ধার দিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে সেই টাকা ফেরত চাইলেও জাকির বিভিন্ন অজুহাতে তাঁকে ঘোরাচ্ছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে শত্রুতা চলছিল। অভিযোগ, রবিবার ছেলের হয়ে ওই টাকা চাইতে যান ওসমান আলি। তখন এ নিয়ে বিবাদ হয়। তাঁকে লাঠি, বাঁশ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। জাকিরের পরিবারের দুই সদস্যও এই ঘটনায় আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের সবাইকে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওসমানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

    মৃতের ভাই কাশেম আলি বলেন, ‘প্রায় ছ’মাস আগে ভাইপো জাকিরকে সাড়ে ২৫ হাজার টাকা ধার দিয়েছিল। কিন্তু সেই টাকা পরিশোধ করেনি জাকির। তাই এদিন দাদা টাকা চাইতে গিয়েছিল। কিন্তু টাকা দেওয়ার বদলে মারধর করে ওরা। শুধু তাই নয়, দাদার গায়ে গরম জলও ঢেলে দিয়েছে ওই পরিবারের লোকজন। হাসপাতালে নিয়ে গেলেও দাদাকে বাঁচানো যায়নি। আমরা থানায় অভিযোগ জানাব।’ এ নিয়ে মৃতের স্ত্রীর অভিযোগ, ‘মারধরের পর স্বামীকে একটি ঘরে আটকে রাখা হয়েছিল। তখনই হাসপাতালে নিয়ে যেতে পারলে হয়তো বাঁচানো যেত। ওরা আমার স্বামীকে খুন করেছে। ওদের কড়া সাজা চাই।’

    যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে অভিযুক্ত জাকিরের স্ত্রী আজমিরা বিবি। তাঁর কথায়, টাকা চাইতে এসে ওসমানই আমাদের মারধর করেছে, ইট ছুড়েছে। আমাকে টেনে নিয়ে যেতে চেয়েছিল। তাই আমাদের বাড়ির সদস্যরা প্রতিবাদ করেছেন। ওদের আক্রমণে আমার স্বামী ও দেওর আহত হয়ে এখন হাসপাতালে ভর্তি।
  • Link to this news (বর্তমান)