নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহ কোলে মার্কেট থেকে লালবাজার পর্যন্ত বি বি গাঙ্গুলি স্ট্রিট বরাবর ভূগর্ভস্থ নিকাশি সংস্কারের পরিকল্পনা গ্রহণ করেছে কলকাতা পুরসভা। ব্রিটিশ আমলে তৈরি ইটের এই নিকাশিনালা এতদিনে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাম্প্রতিক অতীতে এই নিকাশি থেকে সার্বিকভাবে ডিসিল্টিং বা পলি তোলা
হয়নি। গোটা নিকাশি থেকে পলি তোলার পাশাপাশি তা মুড়ে দেওয়া হবে বিশেষ পলিমার লাইনার দিয়ে। এর ফলে নিকাশি অনেক বেশি মজবুত হবে। কাজ শেষ হলে বি বি গাঙ্গুলি স্ট্রিট সংলগ্ন একাধিক ওয়ার্ডের হাজার হাজার বাসিন্দা উপকৃত হবেন বলে মনে করছেন পুরকর্তারা। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এই কাজের জন্য ইতিমধ্যে প্রশাসনিক কাজকর্ম শুরু হয়ে গিয়েছে।
শিয়ালদহ কোলে মার্কেট, বউবাজার, সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে লালবাজার পর্যন্ত বিভিন্ন রাস্তা এবং অলিগলি বর্ষায় মাঝেমধ্যেই জলমগ্ন হয়ে পড়ে। বিশেষ করে বউবাজারের রামকানাই অধিকারী লেন, প্রেমচাঁদ বড়াল স্ট্রিট, বাবুরাম শীল লেন, হিদারাম ব্যানার্জি লেন, গৌর দে লেন সহ বি বি গাঙ্গুলি স্ট্রিটের আশপাশের চার-পাঁচটি ওয়ার্ডের বাসিন্দারা জমা জলের দুর্ভোগে পড়েন। গত কয়েক বছর ধরে বি বি গাঙ্গুলি স্ট্রিটের বিভিন্ন জায়গায় ম্যানহোল থেকে পলি তোলার কাজ চালাচ্ছে পুরসভা। কিন্তু শতাব্দীপ্রাচীন এই ভূগর্ভস্থ নিকাশি অনেক জায়গায় এতটাই ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে যে সমস্যার খুব একটা সুরাহা হচ্ছে না। তাই গোটা নিকাশির আমূল সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। পলি তুলে নালার অভ্যন্তরে লাইনার লাগিয়ে ‘জ্যাকেটিং’ করা হবে। স্থানীয় ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিশ্বরূপ দে বলেন, ‘নিকাশি সংস্কারের বিষয়টি আমি পুর অধিবেশনে মেয়রকে জানিয়েছিলাম। কাজ হয়ে গেলে আমার ওয়ার্ড ছাড়াও ৪৪, ৪৬, ৪৭, ৪৯, ৫০ নম্বর ওয়ার্ডের মানুষের ভোগান্তি মিটবে।’ পুরসভার টাউন প্ল্যানিং বিভাগ কাজটি করছে। বিভাগীয় সূত্রে খবর, এই কাজের জন্য প্রায় ৪০ কোটি টাকা খরচ ধরা হয়েছে। আর্থিক অনুমোদন চেয়ে ডিপিআর পাঠানো হয়েছে পুর ও নগরোন্নয়ন দপ্তরে।