• আরজি কর: ধৃত সিভিকের বিরুদ্ধে আদালতের চার্জ গঠন। অন্তর্বাসে প্রতিবাদ ও ইরানি তরুণী...আর কী
    আনন্দবাজার | ০৪ নভেম্বর ২০২৪
  • ইজ়রায়েলের সঙ্গে সমরাস্ত্র নিয়ে টক্কর চলছে যখন, তখন আবার অভ্যন্তরীণ প্রতিবাদী ‘অস্ত্রে’ ধাক্কা খেল ইরান। প্রকাশ্য রাস্তায় পোশাক খুলে শুধু অন্তর্বাস পরে পোশাকবিধির প্রতিবাদ করা তরুণীকে নিয়ে এখন তোলপাড় বিশ্ব। সোমবার এ ছাড়াও নজর থাকবে আর এক তোলপাড় করা ঘটনার দিকে। আরজি করে ধর্ষণ এবং খুনের ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে আজ চার্জ গঠন হবে শিয়ালদহ আদালতে।

    আরজি কর-কাণ্ডে গত মাসে প্রথম চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় মূল অভিযুক্ত হিসাবে ধৃত সিভিক ভলান্টিয়ারের নাম উল্লেখ করা হয়েছিল চার্জশিটে। তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে ধৃত আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের নামও রয়েছে। মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের ৮৭ দিন পর, সোমবার সেই মামলায় চার্জ গঠন হবে শিয়ালদহ আদালতে। চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছিল, ধৃত সিভিক ভলান্টিয়ারই যে আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় জড়িত, তার বহু প্রমাণ হাতে রয়েছে। সংগৃহীত বয়ান, ভিডিয়ো এবং ফরেন্সিক বা সায়েন্টিফিক রিপোর্টের ভিত্তিতে ধৃতের বিরুদ্ধে মোট ১১টি ‘প্রমাণ’ পাওয়া গিয়েছে। তার ভিত্তিতেই হবে চার্জ গঠন। তা সম্পন্ন হলেই শুরু হবে বিচারপ্রক্রিয়া।

    শনিবার ইরানে পোশাকবিধির প্রতিবাদে অন্তর্বাস পরে রাস্তায় নেমেছিলেন তরুণী। তিনি তেহরানের ইসলামিক আজ়াদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। সমাজমাধ্যমে সেই সময়ের একটি ভিডিয়োও ছড়িয়ে পড়েছে। যার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। কিছু ক্ষণ পরেই তাঁকে আটক করা হয়। একটি গাড়িতে করে তাঁকে তুলে নিয়ে যায় ইরানের পুলিশ। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে ওই তরুণীকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তিনি কী অবস্থায় রয়েছেন— কিছুই জানা যায়নি। তেহরানের ওই ছাত্রীর অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি তুলেছে মানবাধিকার সংগঠনগুলি। এখনও পর্যন্ত এ বিষয়ে চুপ ইরান-প্রশাসন। যা নিয়ে বিশ্ব জুড়ে উদ্বেগ ছড়িয়েছে। তরুণী কি মুক্তি পাবেন? সরকারি ভাবে কিছু কি জানাবে ইরান? তাকিয়ে বিশ্ব।

    অনুব্রত মণ্ডলের জেলায় তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে পিটিয়ে খুন করেছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। মৃতের নাম সমীর থান্ডার। বাড়ি কঙ্কালীতলা পঞ্চায়েতের পারুলডাঙা গ্রামে। ওই গ্রামেরই পঞ্চায়েত সদস্য ছিলেন তিনি। শনিবার রাতে সমীরকে মারধর করে একটি নর্দমায় ফেলে দেওয়া হয়েছিল। রবিবার বর্ধমান মেডিক্যাল কলেজে তাঁর মৃত্যু হয়। ইতিমধ্যে শান্তিনিকেতন থানার পুলিশের হাতে আটক হয়েছে পাঁচ জন। তবে তাদের পরিচয় জানা যায়নি। সোমবার তৃণমূল নেতা খুনের তদন্তপ্রক্রিয়ার দিকে নজর থাকবে।

    আরজি কর-কাণ্ডে বিচারের দাবিতে ৮০টির বেশি সংগঠন একত্রিত হয়ে তৈরি করেছে ‘অভয়া মঞ্চ’। তাদের মূল দাবি, আরজি কর হাসপাতালের নির্যাতিতার ন্যায়বিচার। পাশাপাশি রাজ্যের মেডিক্যাল কলেজগুলির হুমকি সংস্কৃতির বিরুদ্ধেও আন্দোলন করার বার্তা দিয়েছে ৮০টি সংগঠন। গত বুধবার এদের উদ্যোগে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মশাল হাতে মিছিল হয়েছে। এ বারের কর্মসূচির নাম ‘দ্রোহের আলো জ্বালো’। সোমবার, ৪ নভেম্বর কলেজ স্ট্রিট চত্বরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে রয়েছে ‘অভয়া মঞ্চ’-এর ওই কর্মসূচি। সন্ধ্যা ৭টা থেকে রাত ৩টে পর্যন্ত ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় ওই কর্মসূচির ডাক দিয়েছে তারা। তার পর আগামী ৯ নভেম্বর রানি রাসমণি রোডে জমায়েত রয়েছে। সোমবার ‘অভয়া মঞ্চ’-এর কর্মসূচির দিকে নজর থাকবে।

    শীত কবে আসবে রাজ্যে, এখনও স্পষ্ট নয়। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণে তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই। সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে। বাকি পাঁচ জেলা শুষ্কই থাকবে।

  • Link to this news (আনন্দবাজার)