সোমবার দুপুর ২টো নাগাদ আরজি কর মামলায় ধর্ষণ এবং খুনের একাধিক ধারায় চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়। কিছক্ষণ আগেই, ঘটনার ৮৭ দিন এবং সিবিআইয়ের চার্জশিট পেশের ২৮ দিনের মাথায় ওই মামলায় চার্জ গঠন সম্পন্ন হয়েছে। এর পর শুরু হবে বিচারপ্রক্রিয়া। আদালতে জানানো হয়েছে, আগামী ১১ নভেম্বর থেকে ওই মামলায় শুনানি শুরু হতে চলেছে। শুনানি চলবে রোজ।
সোমবার দুপুরেই শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয় আরজি করে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় অভিযুক্তকে। চারদিকে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ। তার মাঝেই প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয় ধৃত সিভিক ভলান্টিয়ারকে। উল্লেখ্য, মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। তার আগেই সোমবার আরজি করকাণ্ডে দুই মামলার শুনানি চলছে দুই আদালতে। আলিপুরে সিবিআই বিশেষ আদালতে আরজি করে আর্থিক দুর্নীতি মামলার শুনানি চলছে। অন্য দিকে, শিয়ালদহ আদালতে শেষ হল আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় একমাত্র অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া।
তবে আদালত সূত্রে খবর, বিচারকের সামনে নিজেকে নির্দোষ দাবি করেছেন আরজি করকাণ্ডে একমাত্র অভিযু্ক্ত। শিয়ালদহ আদালত থেকে বেরোনোর সময়েও প্রায় তিন মাস পর মুখ খোলেন ধৃত সিভিক ভলান্টিয়ার। সংবাদমাধ্যম এবং উপস্থিত মানুষজনের সামনেই চিৎকার করে বলেন, ‘‘আমি এতদিন চুপচাপ ছিলাম। কিন্তু আমি নির্দোষ। আমাকে ফাঁসানো হচ্ছে। আমাকে ডিপার্টমেন্ট চুপ থাকতে বলেছে।’’