স্থানীয় সূত্রে খবর, শনিবার শান্তিপুর রেলস্টেশন এবং গোডাউন মাঠের দিক থেকে পর পর তিনটি শোভাযাত্রা যাচ্ছিল কাশ্যপপাড়ার দিকে। ওই শোভাযাত্রা থেকে এক মহিলার সঙ্গে অভব্যতার অভিযোগে ওঠে কয়েক জন যুবকের বিরুদ্ধে। অভিযোগ, মহিলার গায়ে কুলকুচি করে মদ ছেটানো হয়। ওই বধূ প্রতিবাদ করায় তাঁর মুখেও মদ কুলকুচি করে ছেটানো হয় বলে অভিযোগ। স্ত্রীর অসম্মানের প্রতিবাদ করেন স্বামী। তখন ভাঙা মদের বোতল দিয়ে তাঁর উপর আক্রমণ করা হয়। স্বামী-স্ত্রী, দু’জনকেই মারধর করা হয় রাস্তায় ফেলে। ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সূত্রে খবর, মারধরের জেরে অসুস্থ হয়ে পড়েছিলেন ওই মহিলা। তাঁকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। এর পরেই শান্তিপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। তার ভিত্তিতেই সোমবার সকালে চার জনকে গ্রেফতার করে পুলিশ। শ্লীলতাহানি ও মারধরের মামলা রুজু করা হয়। ওই ঘটনায় আর কেউ যুক্ত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে খবর পুলিশ সূত্রে।