• খাবারে টিকটিকি! হুলস্থূল কাণ্ড দেগঙ্গার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে
    বর্তমান | ০৪ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, দেগঙ্গা: খাবারে টিকটিকি! সেই নিয়ে একেবারে হুলস্থূল কাণ্ড অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। আজ সোমবার সকালের এই ঘটনাটি উত্তর ২৪ পরগনার দেগঙ্গার উত্তর পারপাটনা এলাকার। জানা গিয়েছে, অনান্যদিনের মতই চলছিল খাবার বিতরণ। সেই সময় হঠাৎই একজন অভিভাবক প্রথম খাবারের মধ্যে থাকা একটি টিকটিকি দেখতে পান। তা দেখার পরই ওই অভিভাবক চিৎকার-চেঁচামেচি জুড়ে দেন। সেই নিয়ে বেধে যায় হুলস্থূল কাণ্ড।

    ততক্ষণে অনেক পড়ুয়াই ওই খাবার খেয়ে ফেলেছে। বিষয়টি জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়া ও অভিভাবকেরা। প্রায় ১৫টি শিশুকে তড়িঘড়ি দেগঙ্গার বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, তাঁদের প্রত্যেকেরই প্রাথমিক চিকিৎসা করা হয়েছে।

    এদিকে, এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত এবং পাশাপাশি ক্ষুব্ধ হয়ে পড়েছেন অভিভাবকেরা। যদিও ঠিক কীভাবে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)