সুদের টাকা আদায় ঘিরে ধুন্ধুমার কাণ্ড বহরমপুরে! অভিযোগ শ্লীলতাহানির...
২৪ ঘন্টা | ০৪ নভেম্বর ২০২৪
সোমা মাইতি: সুদের খাটানো টাকা উদ্ধার করতে গিয়ে লোকজন দিয়ে মারধরের অভিযোগ। পাল্টা ওই যুবকের স্ত্রী ও স্বামীকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হওয়ার অভিযোগ। এই বিবাদে নাম জড়াল স্থানীয় তৃণমূল কাউন্সিলর ও তার অনুগামীদের বিরুদ্ধে। এনিয়েই সরগরম বহরমপুরের কাশিমবাজার। পুলিস সূত্রে জানা যায়, রবিবার রাতে কাশিমবাজারের পাল পাড়ায় রাহুল রায় চৌধুরী নামে এক যুবকের কাছে সুদ সহ টাকা চাইতে যান সোম মণ্ডল। তার সঙ্গে ছিলেন বেশ কিছু সঙ্গী সাথী। অভিযোগ, টাকা না পেয়ে রাহুলকে মারধর করে সোম ও তার সঙ্গীরা। পাল্টা স্থানীয় মানুষজন সোম মণ্ডলকে মারধর করে আটকে রাখে। বহরমপুর থানায় দেওয়া হয় খবর। রাতেই আটক করা হয় সোম মণ্ডলকে। স্বামীকে বাঁচাতে ঘটনাস্থলে যান তার স্ত্রী। সেখানে তাকে মারধর ও শ্লীলতাহানি করা হয় বলে পাল্টা অভিযোগ করেছেন সোমের স্ত্রী। অভিযোগের তীর সরাসরি দেগেছেন স্থানীয় কাউন্সিলর বাবন রায় এবং তার অনুগামীদের বিরুদ্ধে। যদিও কাউন্সিলর বাবন রায় সমস্ত অভিযোগ অস্বীকার করেন। পুরো ঘটনার পাল্টা তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
Link to this news (২৪ ঘন্টা)