• ভাসান ফেরত মহিলাকে অশালীন মন্তব্য, প্রতিবাদী স্বামীকে মারধর, গ্রেফতার ৩
    হিন্দুস্তান টাইমস | ০৪ নভেম্বর ২০২৪
  • স্বামীর সামনেই গৃহবধূকে উদ্দেশ্যে লাগাতার অশালীন মন্তব্য করছিল কয়েকজন যুবক। আর স্বামী প্রতিবাদ করতেই তাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে লেকটাউন থানার পাতিপুকুরে। কালীপুজোর প্রতিমা নিরঞ্জন সেরে বাড়ি ফেরার পথে অভিযুক্ত যুবকরা ওই মহিলাকে নিয়ে অশালীন মন্তব্য করে বলে অভিযোগ। আর তারপরেই মারধরের ঘটনা। মহিলা বাধা দিতে গেলে তিনিও আক্রান্ত হন। ইতিমধ্যেই এই ঘটনায় লেক টাউন থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত স্বামী। তার ভিত্তিতে পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। 

    জানা গিয়েছে, গতকাল রাতে স্থানীয় একটি স্পোর্টিং ক্লাবের প্রতিমা বিসর্জন ছিল। সেই পর্ব মিটিয়ে স্বামী-স্ত্রী মিলে বাড়ি ফিরছিলেন। তখন রাস্তায় ওই তিন যুবক মহিলার শরীর নিয়ে আপত্তিকর এবং অশালীন মন্তব্য করে। এই মন্তব্য শোনার পরেই নিজেকে সামলাতে না পেরে প্রতিবাদ জানান মহিলার স্বামী। তখন তিন যুবক মিলে মহিলার স্বামীকে বেধড়ক মারধর করে। 

    সেই ঘটনায় লেকটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের জানায় দম্পতি। লেকটাউন থানার পুলিশ এখনও পর্যন্ত তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম হল রবি রাজভর, মনোজ রাজভর এবং সিরাজ হোসেন। তারা তিনজনেই উত্তর ২৪ পরগনার জগদ্দলের বাসিন্দা। এরমধ্যে শেষ দুজনকে আজ বিধাননগর মহকুমা আদালতে পেশ তোলা হয়। ধৃতদের বিরুদ্ধে মহিলাকে উদ্যেশ্যে করে কুরুচিকর মন্তব্য করা, শ্লীলতাহানি করা, মারধর সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুধু মহিলার স্বামীকেই নয় তাকে মারধর করা হয়েছে। স্বামীকে আক্রান্ত হতে দেখে মহিলা বাধা দিতে গিয়েছিলেন। তখন যুবকরা তাকে মারধর করে এবং শ্লীলতাহানি করে বলে অভিযোগ। 

    উল্লেখ্য, ঘটনাটি ঘটেছে দেবী ঘাটে কাছে। এই দেবী ঘাটের কাছেই গতকাল রাতে বিসর্জনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল। অন্য একটি বিসর্জন পর্ব সারার পরে মহিলা তার স্বামীকে নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় যুবকরা তাদের কটূক্তি এবং মারধর করলে পুলিশের কাছে ছুটে যান আক্রান্ত গৃহবধূ। তখন সঙ্গেসঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই যুবককে গ্রেফতার করে। পরে আরও একজনকে গ্রেফতার করা হয়। এছাড়াও আক্রান্ত মহিলা এবং তার স্বামীকে আরজি কর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে লেকটাউন থানার পুলিশ।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)