শব্দবাজির প্রতিবাদ করায় ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল যুবকের, গ্রেফতার ২
হিন্দুস্তান টাইমস | ০৪ নভেম্বর ২০২৪
কালীপুজোর পরেও শহরের বিভিন্ন জায়গায় দেদার ফাটানো হচ্ছে শব্দবাজি। আর সেই শব্দবাজির প্রতিবাদ করায় এক যুবককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল যুবকের। ঘটনাটি ঘটেছে কলকাতার এন্টালিতে। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আক্রান্ত যুবকের নাম সায়ন কুণ্ডু।তিনি এন্টালি থানার আনন্দ পালিত রোডের বাসিন্দা। সেখানেই রবিবার রাতে এই ঘটনা ঘটেছে।
অভিযোগ, ওই যুবকের মায়ের হৃদরোগ রয়েছে। তাছাড়া, ধোঁয়ায় শ্বাসকষ্টের সমস্যা হয় স্ত্রীর। গতকাল রাতে তার বাড়ির পাশে একদল যুবক অবিরাম শব্দ বাজি করে যাচ্ছিল। তারই প্রতিবাদ জানান সায়ন। তিনি তাদের সমস্যার কথা জানিয়ে শব্দ বাজি বন্ধের অনুরোধ করেন। কিন্তু, যুবকরা তা না করে বাড়ি লক্ষ্য করে আরও বেশি করে শব্দ বাজি করতে থাকে। তা নিয়ে এলাকারই ওই যুবকদের সঙ্গে সায়নের বচসা বাঁধে। এর পরেই ভয়ঙ্কর আকার নেয় বচসা। যুবকরা মিলে সায়নকে বেধড়ক মারধর করে। প্রায় ১৫ থেকে ২০ জন যুবক তার উপর চড়াও হয় এবং ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ।
ঘটনার যুবকের পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এদিকে, ঘটনার পরে যুবকের পরিবারের তরফে ১০০ নম্বর ডায়াল করা হয়। কিন্তু, তাতে পুলিশকে না পাওয়ায় এন্টালি থানায় ফোন করে পরিবার। পুলিশের তরফে তাদের থানায় যেতে বলা হয়। চিকিৎসা করানোর পর যুবককে নিয়ে পরিবারের সদস্যরা থানায় যান। কিন্তু, প্রথমে পুলিশ অভিযোগ নিতে চায়নি। বিষয়টি উভয় পক্ষের মধ্যে মিটমাট করে নিতে বলেছিল পুলিশ। তবে সংবাদ মাধ্যমে বিষয়টি প্রকাশিত হতেই পুলিশ এফআইআর করে। পরে এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে পুলিশ বাকিদের খোঁজ চলছে।
অন্যদিকে, একই ঘটনা ঘটেছে আজাদগড়ে। শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় সঞ্জয় ভট্টাচার্য নামে এক যুবককে মারধর করা হয়েছে বলে অভিযোগ। পরে তিনি কলকাতা পুলিশের ডিসি সাউথকে এক্স হ্যান্ডেলের মাধ্যমে অভিযোগ জানিয়েছেন। এর আগে কালীপুজোর বিসর্জনের সময় বাজি ফাটানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল লেকটাউন। দক্ষিণ দাড়ির দেবীঘাটে প্রতিমা বিসর্জনকে ঘিরে বাজি ফাটানো হয়। তখন প্রতিবাদ জানালে দুপক্ষের মধ্যে বচসা বাঁধে। পরে বচসা গড়ায় হাতাহাতিতে। পরিস্থিতি সামাল দিতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় সেখানে। সেই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।