রাজ্য পরিবহণ দফতরের নির্দেশিকা রয়েছে যে, বাসের বয়স ১৫ বছর হলেই তা বাতিল করতে হবে। ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে যান কলকাতার একটি রুটের বাসমালিকেরা। ২৪ নম্বর রুটের প্রায় ৩৯টি বাসের মালিক ওই নির্দেশ নিয়ে আপত্তি তোলেন। তাঁদের বক্তব্য, কোভিডের কারণে অনেক দিন বাস চলাচল বন্ধ ছিল। তাই ১৫ বছরের বেশি বয়সি অনেক বাসের স্বাস্থ্য এখনও ভাল রয়েছে। সেগুলিকে চালানোর অনুমতি দেওয়া হোক বলে আবেদন জানিয়েছেন তাঁরা।
এই মামলাতেই কলকাতা হাই কোর্ট সরাসরি হস্তক্ষেপ করতে রাজি হয়নি। রাজ্যের উপরেই সিদ্ধান্তের ভার চাপিয়েছেন বিচারপতি। প্রসঙ্গত, হাই কোর্টের ওই নির্দেশ মেনে মুখ্যসচিব ২৪ নম্বর রুটে মেয়াদ উত্তীর্ণ বাস চলাচলের অনুমতি দিলে রাজ্যের বাকি বাস রুটের মালিকেরা একই দাবি তুলতে পারেন।