• সরিয়ে দেওয়া হবে ‘নিষ্ক্রিয়’দের, যুব কংগ্রেসে রদবদলের সিদ্ধান্ত
    প্রতিদিন | ০৫ নভেম্বর ২০২৪
  • ধ্রুবোজ্যোতি বন্দ্যোপাধ্যায়: সংগঠনে যাঁরা সক্রিয় নন, তাঁদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল যুব কংগ্রেস। সোমবার দলের সাংগঠনিক বৈঠক হয় প্রদেশ কংগ্রেস দপ্তর বিধান ভবনে। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।   

    জানা গিয়েছে, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ছাড়াও সেই বৈঠকে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের জাতীয় সম্পাদক তথা পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস কমিটির পর্যবেক্ষক রাজেশ সিং সানি, পর্যবেক্ষক রাখু দাস, সংগঠনের রাজ‌্য সভাপতি আজাহার মল্লিক-সহ রাজ্য ও জেলা স্তরের যুব কংগ্রেস পদাধিকারীরা। সেই বৈঠকেই সংগঠনের যুব নেতৃত্বের উপস্থিতিতে দলে যাঁরা সক্রিয় নন, তাদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দ্রুত তা দলের সাংগঠনিক স্তরে সার্ভের মাধ‌্যমে কার্যকর করা হবে। যুব নেতৃত্বের বৈঠক শুরুর আগে প্রদেশ সভাপতি যুব সংগঠনের নেতৃত্বকে বেকারত্ব ইসুতে জেলাশাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি করার কথা বলেছেন। দ্রুত সেই কর্মসূচিও কার্যকর হবে বলে জানিয়েছেন যুব-র রাজ‌্য সভাপতি।

    এদিকে, গত শুক্রবার পাটুলি বিস্ফোরণে জখম কিশোরের চিকিৎসার দায়িত্ব নিল প্রদেশ কংগ্রেস। ছেলেটির শরীরের নানা জায়গা পুড়ে যাওয়া ছাড়াও তার কানের পর্দা মারাত্মক জখম হয়। এনিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে কিশোরটির চিকিৎসার ব‌্যবস্থা করেন দলের অন‌্যতম সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ‌্যায়। সোমবারই দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ওই কিশোরকে নিয়ে গিয়ে ডাক্তার দেখানো হয়। দুমাস টানা তার চিকিৎসা চলবে। আর এই চিকিৎসার সব খরচই বহন করবে প্রদেশ কংগ্রেস। এদিন হাসপাতালে যাওয়ার আগে পরিবারটির সঙ্গে দেখা করেন প্রদেশ সভাপতি শুভঙ্কর। সবরকমভাবে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। এর পর ছেলেটিকে হাসপাতালে নিয়ে যান আশুতোষ। তাঁর কথায়, কংগ্রেস প্রতিশ্রুতি দিলে রাখে। কারণ কংগ্রেস খেয়াল রাখে।
  • Link to this news (প্রতিদিন)