• 'হিন্দুদের জাতিভিত্তিক জনগণনা করাতে হবে দাবি তুলছে, আর ওদের শিয়া-সুন্নি চাই না?'
    হিন্দুস্তান টাইমস | ০৫ নভেম্বর ২০২৪
  • ছট পুজোর অনুষ্ঠানে যোগদান করে ফের একবার ভাষাগত বিভাজনের ঊর্ধ্বে উঠে হিন্দুদের একজোট হওয়ার ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার সন্ধ্যায় হাওড়ার শিবপুরে ‘সনাতন সৈনিক’ নামে একটি সংগঠনের অনুষ্ঠানে যোগদান করে একথা বলেন তিনি। শুভেন্দুবাবুর দাবি, হিন্দুদের মধ্যে বিভাজন করে ক্ষমতায় থাকতে চায় ‘দেশবিরোধী শক্তি’।

    এদিন শুভেন্দুবাবু বলেন, ‘আমাদের বলেন, হিন্দি আর বাংলা, অন্যদের বলতে পারেন না উর্দু আর বাংলা? তখন ভোট ব্যাঙ্ক? হিন্দুদের জাতিভিত্তিক জনগণনা করাতে হবে দাবি তুলছে। আর ওদের শিয়া - সুন্নি চাই না? তাই সনাতনীরা একজোট থাকবেন। বিভাজিত হবেন না।’

    এদিন কলকাতার রোটারি সদনে এক অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন নাট্যদলের কেন্দ্রীয় অনুদান বন্ধের সিদ্ধান্তের ব্যাখ্যা দেন শুভেন্দুবাবু। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার ভাষা, ধর্ম, খাদ্য, পোশাকের সমস্ত স্বাধীনতার পক্ষে। কিন্তু জাতীয়তাবাদ ও ভারতীয়ত্ববিরোধী প্রচার হলে তারা মেনে নেবে না। ভারতে থাকব আর কাশ্মীর মাঙ্গে আজাদি বলব তা চলবে না। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। দেহে প্রাণ থাকতে তার অন্যথা হবে না।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)