আগামী ৭ দিন কর্মীদের মাটি কামড়ে পড়ে থাকার নিদান তৃণমূল প্রার্থীর
বর্তমান | ০৫ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, বাঁকিবাঁধ: দুয়ারে উপনির্বাচন। সোমবার নির্বাচনী প্রচারে যোগ দিয়ে আগামী সাতদিন কর্মীদের মাটি কামড়ে পড়ে থাকার নিদান দিলেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। এদিন শালবনী ব্লকের বাঁকিবাঁধ গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার করেন তিনি। প্রচার ঘিরে কর্মী-সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এদিন বাইক র্যালির মাধ্যমে প্রচার চলে। কর্মিসভায় দ্বন্দ্ব ভুলে ভোটের ময়দানে ঝাঁপানোর বার্তা দেওয়া হয় জেলা নেতৃত্বের তরফে। প্রচার চলাকালীন এলাকাবাসীর সঙ্গে কথা বলে সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কি না জানতে চান প্রার্থী।
কথা হচ্ছিল নান্দড়িয়া এলাকার বাসিন্দা নমনিতা মাহাতর সঙ্গে। তিনি বলেন, বাড়ির সামনে প্রার্থী প্রচারে আসায় খুশি। প্রার্থী জিজ্ঞাসা করলেন বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছি কিনা। জানিয়েছি। প্রচার চলাকালীন প্রার্থীর সঙ্গে ছবিও তুলেছি। তৃণমূল প্রার্থী বলেন, সমস্ত কর্মীকে একজোট হয়ে প্রচারে নামতে হবে। আর হাতে সাতদিন সময় আছে। এই ক’টা দিন ভোটের ময়দানে কর্মী-সমর্থকদের মাটি কামড়ে পড়ে থাকতে হবে। আমি মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছি না। আমি বাড়ি বাড়ি যাচ্ছি আশীর্বাদ নিতে। মানুষ বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তাই প্রতিটা এলাকার মানুষ শান্তিতে রয়েছে। পাশাপাশি কর্মীদের মধ্যে দ্বন্দ্ব রাখলে চলবে না। ভোটের ময়দানে একসঙ্গে লড়াই করাই আমাদের প্রধান কাজ।
প্রসঙ্গত, শালবনী ব্লকের বাঁকিবাঁধ এলাকায় কয়েক বছর আগেও বিজেপির প্রভাব ছিল। ২০১৯ সালের লোকসভা ভোটে এই গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে পিছিয়ে পড়ে তৃণমূল। পরে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল এগিয়ে থাকলেও গত লোকসভা নির্বাচনে ফের পিছিয়ে পড়ে ঘাসফুল শিবির। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল বোর্ড গঠন করলেও নান্দড়িয়া, জুয়ালভাঙা সহ বেশকিছু এলাকায় এখনও বিজেপির প্রভাব বেশি।