নবদ্বীপ স্টেট জেনারেলের নতুন ভবন চত্বরে আবর্জনা, ক্ষোভ
বর্তমান | ০৫ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, নবদ্বীপ: জরুরি বিভাগে ঢুকতে বিভিন্ন জায়গায় লেখা আছে হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। কিন্তু বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের নতুন ভবন চত্বরে। সেখানে যত্রতত্র জঞ্জাল পড়ে থাকছে। ছড়াচ্ছে দুর্গন্ধ। নাক সিটকাচ্ছেন অনেকেই। নতুন ভবনের সামনে সম্প্রতি একটি যাত্রী অপেক্ষালয়ের আচ্ছাদন তৈরি করা হয়েছে। তারই চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্লাস্টিকের বোতল, ব্যাগ, খাবারের বিভিন্ন প্যাকেট থেকে শুরু নানান আবর্জনা। এসব নিয়ে রীতিমতো ক্ষুব্ধ রোগীর পরিবার।
যদিও এপ্রসঙ্গে হাসপাতাল সুপার অনঘ বন্দ্যোপাধ্যায় বলেন, রোগীর পরিবারের জন্য যে আচ্ছাদন তৈরির কাজ চলছে, পুরোপুরি তা শেষ হয়নি। এর মধ্যে বেশ কিছু রোগীর পরিবারের লোকজন যত্রতত্র এসব বোতল প্যাকেট ফেলছে। যেহেতু আমাদের কর্মী কম আছে তাই নিয়মিত পরিষ্কার করা সম্ভব হয় না। তবুও আমরা চেষ্টা করি যতটা সম্ভব পরিষ্কার রাখার। এ ব্যাপারে রোগীর পরিবারের সচেতনতারও দরকার আছে। আমরা এবিষয়ে স্থায়ী সমাধানের জন্য উপরমহলে জানিয়েছি। আশা করছি শীঘ্রই এটা নিয়ে কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। আমাদের হাসপাতালে সাফাই কর্মী প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। এই মুহূর্তে ছয়জন স্থায়ী কর্মী আছেন। তাছাড়া অস্থায়ীভাবে কর্মী নিয়োগ করে কাজ চালাই। সবমিলিয়ে ১০জন কর্মী হাসপাতালে চারটি বিভাগ পরিষ্কার পরিচ্ছন্ন করেন। এই মুহূর্তে হাসপাতালে আরও সাফাই কর্মী খুবই প্রয়োজন। পুরনো বিল্ডিং যেখানে আউটডোর আছে, প্রসূতি বিভাগ রয়েছে আর নতুন বিল্ডিং- এ রয়েছে একটা পেডিয়াটিক বিভাগ, একটা ব্লাড ব্যাঙ্ক। এই মুহূর্তে এই হাসপাতালে অন্তত ৩০ জন সাফাই কর্মীর প্রয়োজন আছে।
পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার ধরমপুরের বাসিন্দা হারাধন দাস বলেন, রবিবার মাথা যন্ত্রণা নিয়ে হাসপাতালে আমার স্ত্রীকে ভর্তি করিয়েছি। হাসপাতালের বিল্ডিংগুলো একদম ঝাঁ চকচকে, কিন্তু জরুরি বিভাগের বাইরে যে সেড করা হয়েছে তার চারিদিকে আবর্জনা পড়ে রয়েছে।-নিজস্ব চিত্র