• নিতুড়িয়ায় ছট ঘাট পরিদর্শন
    বর্তমান | ০৫ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, রঘুনাথপুর: হাতে গোনা আর মাত্র দু’টো দিন। ছটপুজোয় মাততে চলেছে নিতুড়িয়া। এখানে বহু হিন্দিভাষী মানুষের বসবাস। এলাকায় দু’টি কোলিয়ারি রয়েছে। যার জন্য দেশের বিভিন্ন রাজ্যের মানুষ এখানে বসবাস করেন। তাই ছট পুজো ঘিরে এখানে আলাদা রকম একটা উন্মাদনা থাকে। ৭ ও ৮ নভেম্বর পুজো উপলক্ষ্যে পারবেলিয়ার দামোদর ঘাটে ভিড় উপচে পড়বে। ভিড় সামাল দেওয়া এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের তরফে সব রকম পদক্ষেপ নেওয়া হয়। সোমবার রঘুনাথপুর মহকুমা প্রশাসনের আধিকারিকরা পারবেলিয়া দামোদর ঘাট পরিদর্শন করেন। রঘুনাথপুরের মহকুমা শাসক বিবেক পঙ্কজ, রঘুনাথপুর মহকুমা পুলিস আধিকারিক রহিদ শেখ, নিতুড়িয়া বিডিও প্রবীরকুমার সিনহা প্রমুখ উপস্থিত ছিলেন।  ব্লক প্রশাসনকে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে। মহকুমা শাসক বলেন, এদিন ছটঘাট পরিদর্শন করা হয়েছে। স্থানীয় প্রশাসনকে বিভিন্ন বিষয় জানানো হয়েছে। পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব বলেন, মহকুমা প্রশাসনের তরফে নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। সিসিটিভি ও ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে। মহিলাদের পোশাক বদল সহ বাথরুমের জন্য ক্যাম্পের সংখ্যা বাড়ানো হবে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)