সংবাদদাতা বেলদা: বেলদা থানার পলাশী এলাকায় কালীপুজোর প্রতিমা নিরঞ্জনের সময় শব্দ দানবের তাণ্ডব আটকাতে গিয়ে বাধার মুখে পড়ে পুলিস। পরে বিশাল পুলিস বাহিনী গিয়ে সামাল দেয় পরিস্থিতি। বাজেয়াপ্ত করা হয়েছে ডিজে বক্স সহ একাধিক মাইক সেট। ঘটনায় পুলিসের কাজে বাধা দেওয়ার অভিযোগ দায়ের করেছে বেলদা থানার পুলিস।
জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় পলাশী এলাকায় স্থানীয় বেশ কয়েকটি পুজোর প্রতিমা নিরঞ্জন হয়। অভিযোগ সেই প্রতিমা নিরঞ্জনের সময় তারস্বরে বাজানো হচ্ছিল ডিজে বক্স। ঘটনায় খবর যায় বেলদা থানার অন্তর্গত জোড়াগেড়িয়া পুলিস ফাঁড়িতে। এরপর পুলিস গিয়ে ডিজে মাইক বন্ধ করে দিলে তাতে বাধা দেয় পুজো উদ্যোক্তার। ঘটনাকে ঘিরে তৈরি হয় উত্তেজনা। ঘটনায় দুটি ডিজে বক্স সেট আটক করে বেলদা থানার পুলিস। এরপর গ্রামবাসীদের মধ্যে বেশ কয়েকজন পুলিসের গাড়ি আটকে সেগুলি নিয়ে যেতে বাধা দেয়। পরে রাতে মহকুমা পুলিস আধিকারিক রিপন বলের নেতৃত্বে বিশাল পুলিসবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বাজেয়াপ্ত করা হয় দুটি ডিজে বক্স সহ মাইক সেট। ঘটনায় পুলিসের কাজে বাধা দেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে।-নিজস্ব চিত্র