মদনাহার-যদুবাটি সাড়ে তিন কিমি পিচের রাস্তা কঙ্কালসার
বর্তমান | ০৫ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, তপন: তপনের মদনাহার থেকে যদুবাটি পর্যন্ত প্রায় সাড়ে তিন কিমি পিচের রাস্তার কঙ্কালসার। দু’বছর ধরে ওই পথ দিয়ে যেতে ভোগান্তি হচ্ছে এলাকাবাসীদের।
তপন চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের মদনাহার থেকে মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের যদুবাটি পর্যন্ত প্রায় সাড়ে তিন কিমি রাস্তাটি ৮ বছর আগে তৈরি করেছিল জেলা পরিষদ। এখন বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে বড় গর্ত। মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটে। অবিলম্বে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সরব হয়েছেন বাসিন্দারা। এলাকার টোটোচালক গোপী বর্মন বলেন, রাস্তার পিচ উঠে যাওয়ায় পাথরকুচি লেগে মাঝেমধ্যেই টোটোর চাকা ফেটে যায়। অন্যান্য গাড়ির যন্ত্রাংশ তাড়াতাড়ি নষ্ট হচ্ছে শুধুমাত্র খারাপ রাস্তার জন্য।
বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির তপন মণ্ডল সভাপতি উত্তম ভক্ত বলেন, রাস্তাটি সংস্কারের জন্য জেলা পরিষদে অনেকবার জানিয়েছি। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও সমাধান হয়নি।
সিপিএমের তপন এরিয়া কমিটির সম্পাদক দিলীপ বিশ্বাসের কথায়, জেলা পরিষদের কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন স্তরে কাটমানি দিতে গিয়ে ঠিকাদারের অর্ধেক টাকা শেষ হয়ে যায়। তাই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হওয়ায় অল্পদিনের মধ্যে খারাপ হচ্ছে রাস্তাগুলি। বিরোধীদের অভিযোগ উড়িয়ে তপন ব্লক তৃণমূল সভাপতি সুব্রত রঞ্জন ধর বলেন, বিরোধীরা মিথ্যা কথা ছড়াচ্ছে। রাজ্য সরকার পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের মাধ্যমে নতুন রাস্তা ও পুরনোগুলি সংস্কার করার উদ্যোগ নিয়েছে। যে রাস্তাগুলি মেরামত করার দরকার, সেই তথ্য জেলা পরিষদে জানিয়েছি। জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহাকে ফোন করা হলে তিনি ব্যস্ততার কথা বলে কেটে দেন। নিজস্ব চিত্র