প্রসবের কথা ছিল নভেম্বরের প্রথমে, পরে জানা গেল গর্ভবতীই হয়নি তনয়া
বর্তমান | ০৫ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, শিলিগুড়ি: অক্টোবরের শেষ ও নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সন্তান প্রসব করার কথা ছিল। সেইমতো সব রকম প্রস্তুতিও নেওয়া হয়েছিল। শেষ মুহূর্তে জানা গেল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের সিংহী ‘তনয়া’ গর্ভবতীই হয়নি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তাহলে কিসের ভিত্তিতে তনয়াকে গর্ভবতী বলা হয়েছিল। প্রতিদিন তার শারীরিক পরিবর্তনই বা কীভাবে হচ্ছিল?
পশু চিকিৎসকরা একে ‘সিউডো প্রেগনেন্সি’ বলছেন। হরমোনজনিত কারণে এমনটা হয়ে থাকে। সিংহী তনয়ার ক্ষেত্রেও সেই ঘটনা ঘটেছে। এতে হতাশ বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। আগেই বাঘ প্রজননে সাফল্যের নজির তৈরি করেছে বেঙ্গল সাফারি পার্ক। তনয়ার গর্ভবতী হওয়ার খবরে সিংহ প্রজননেও সফল হওয়ার আশা জেগেছিল।
বেঙ্গল সাফারি পার্কের অধিকর্তা বিজয়কুমার বলেন, তনয়া গর্ভবতী হয়নি, এটা এখন পরিষ্কার। সিউডো প্রেগনেন্সির জন্য তনয়াকে গর্ভবতী ভাবা হয়েছিল। একে চলতি কথায় মিথ্যা গর্ভধারণ বলা হয়। তবে আমরা আশাবাদী, বাঘের মতো অদূর ভবিষ্যতে সিংহ প্রজননেও আমরা সাফল্য পাব।
পশু চিকিৎসকরা জানান, সিউডো প্রেগনেন্সিতে স্ত্রী প্রাণীর শরীর থেকে অতিরিক্ত প্রজেস্টেরন হরমোন নির্গমন হয়। তাতে জরায়ুর কর্পাস লিউটিয়াম গ্রন্থি সক্রিয় হয়ে ওঠে। এর ফলে ওই স্ত্রী প্রাণীর মধ্যে গর্ভধারণের সব রকম বৈশিষ্ট ও শারীরিক পরিবর্তন প্রকাশ পায়। স্তন ফুলে যাওয়া, মাটি খোঁড়া, খিটখিটে হয়ে যাওয়া, সারাক্ষণই বিশ্রাম নেওয়া, মাঝেমধ্যে খাবারে অনীহা ও খাবার না খাওয়া। তনয়ার মধ্যেও এসব বৈশিষ্ট্য দেখে তাকে গর্ভবতী ভাবা হয়েছিল। কুকুর, বিড়ালের মতো প্রাণীদের ক্ষেত্রে সিউডো প্রেগনেন্সি এক মাসের মতো থাকে। কিন্তু বন্যপ্রাণীদের মধ্যে এই সিউডো প্রেগনেন্সি তিন মাস বা তার বেশি সময় পর্যন্ত থাকতে পারে। প্রজেস্টেরনের মাত্রা কমে গেলে আবার আগের অবস্থায় ফিরে আসে শরীর। যেকারণে তাকে গর্ভবতী বলে মনে করেছিল পার্ক কর্তৃপক্ষ।
গত ফেব্রুয়ারিতে ত্রিপুরার সিপাহিজালা চিড়িয়াখানা থেকে সিংহ দম্পতি সুরজ ও তনয়াকে নিয়ে আসা হয়। আনার কিছুদিন পর থেকেই তনয়ার মধ্যে শারীরিক পরিবর্তন লক্ষ্য করেন পার্কের পশু চিকিৎসকরা। ত্রিপুরার চিড়িয়াখানাতেও সুরজ ও তনয়া একসঙ্গেই ছিল। ফলে তনয়ার গর্ভবতী হওয়ার সম্ভাবনা জোরালো হয়। তার শারীরিক পরিবর্তনও সেই ইঙ্গিতই মিলছিল বরে জানায় পার্ক কর্তৃপক্ষ। কিন্তু শেষ মুহূর্তে পরীক্ষা করে জানা যায়, তনয়া গর্ভবতী নয়। তার সিউডো প্রেগনেন্সি হয়েছিল। সিংহী তনয়া।