• মদ উদ্ধারে বিজেপি প্রধানের বাপের বাড়িতে অভিযান, আক্রান্ত পুলিস
    বর্তমান | ০৫ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, মেখলিগঞ্জ: বিজেপি প্রধানের বাপের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালাতে গিয়ে তুমুল বাধার মুখে পড়ল পুলিস। প্রথমে বচসা ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনায় থানার ওসি সহ বেশ কয়েকজন পুলিস কর্মী জখম হয়েছেন। অন্যদিকে, প্রধানের বাপের বাড়িরও তিন মহিলা সহ পাঁচ জন জখম হয়েছেন বলে অভিযোগ। তাঁদের মধ্যে একজন মহিলা হাসপাতালে ভর্তি রয়েছেন। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি থানা এলাকায়।

    পুলিস জানিয়েছে, ১০৪ নম্বর ফুলকাডাবরি জনপদের পাঁচমাইল এলাকার ওই বাড়ি থেকে দেশি ও বিদেশি মিলিয়ে ৪৯ বোতল মদ এবং ৩০ বোতল বিয়ার উদ্ধার হয়েছে। কুচলিবাড়ি থানার ওসি ভাস্কর রায় ডান হাতে চোট পেয়েছেন। হাসপাতালে গিয়ে তিনি প্রাথমিক চিকিৎসা করিয়েছেন।

    কুচলিবাড়ি থানার বাগডোগরা-ফুলকাডাবরি পঞ্চায়েতের প্রধান অনিমা রায়ের বাবা কার্তিক রায়ের বাড়ি পাঁচমাইলে। রবিবার রাতে গোপন খবরের ভিত্তিতে কার্তিকের বাড়িতে অভিযানে যায় কুচলিবাড়ি থানার পুলিস। বাড়ির পাশেই চায়ের দোকান রয়েছে কার্তিকের। বাড়িতে অবৈধভাবে মদ মজুত রেখে দোকানের আড়ালে তা বিক্রি করত বলে অভিযোগ। কিন্তু অভিযান চালাতে গিয়ে তীব্র বাধার মুখে পড়তে হয় পুলিসকে। গোলমালের খবর শুনে স্থানীয়রাও ছুটে যান। প্রধানের স্বামী দয়াল রায়ের অভিযোগ, পুলিস অভিযানের নামে বাড়ির মহিলাদের হেনস্তা করেছে। বাড়ির সদস্যদের মারধর করেছে। এক মহিলা মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিস বাড়ি থেকে কোনও মাদকদ্রব্য উদ্ধার করেনি। 

    কুচলিবাড়ি থানার ওসি ভাস্কর রায় বলেন, ডান হাতে আঘাত পেয়েছি। বাড়ির লোকজন পুলিসের উপর চড়াও হয়। কিন্তু পুলিস সংযত ছিল। পাল্টা কোনও আক্রমণ হয়নি। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। 

    ১৩ আসনের বাগডোগরা-ফুলকাডাবরি পঞ্চায়েতে প্রধান নির্বাচিত হন বিজেপির অনিমা রায়। পরবর্তীতে নির্দল সদস্য এবং বিজেপির দুই সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় শাসক দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কিন্তু অনিমা রায়ই প্রধান থেকে যান। এদিন তিনি বলেন, দলে যোগ দেওয়ার জন্য তৃণমূলের নেতারা নানাভাবে চাপ দিচ্ছেন। দল পরিবর্তন না করায় বাপের বাড়ির লোকজনকে পুলিস দিয়ে এভাবে হেনস্তা করা হবে, ভাবতে পারিনি। তৃণমূলের মেখলিগঞ্জ ব্লক সভাপতি কেশবচন্দ্র বর্মন বলেন, এই ঘটনায় তৃণমূলের কোনও হাত নেই। পুলিস তার দায়িত্ব পালন করেছে।
  • Link to this news (বর্তমান)