• আর জি কর : আর্থিক দুর্নীতি মামলায় ফের গভীর ষড়যন্ত্রের তত্ত্ব তুলে ধরল সিবিআই 
    বর্তমান | ০৫ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি কাণ্ডে ফের সুগভীর ষড়যন্ত্রের তত্ত্ব তুলে ধরল সিবিআই। সোমবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক সুজিতকুমার ঝা‑এর এজলাসে ওঠে এই আর্থিক দুর্নীতির মামলাটি। কিন্তু নিরাপত্তার কারণে সন্দীপ ঘোষ সহ চার ধৃতের ভার্চুয়াল শুনানি হয়। একমাত্র ধৃত আশিস পান্ডেকে কড়া প্রহরায় আদালতে হাজির করা হয়। 

    এদিন আদালতে সন্দীপ ঘোষ ও বিপ্লব সিংয়ের জামিনের আর্জি জানানো হয়। সেই আবেদনের শুনানি চলাকালে তাঁদের আইনজীবীরা বলেন, দুই মাসের বেশি সময় হয়ে গেলেও এই মামলায় নতুন কোনও অগ্রগতি নেই। একই বিষয় ঘুরিয়ে‑ফিরিয়ে সিবিআই কোর্টের কাছে পেশ করছে, যার কোনও ভিত্তি ঩নেই। আর আর্থিক দুর্নীতির যে বিষয়টি বলা হচ্ছে, তারই বা ভিত্তি কোথায়? তাঁদের অভিযোগ, হাসপাতালের টেন্ডার ও বিভিন্ন আর্থিক দুর্নীতি নিয়ে যে সমস্ত বিষয় কোর্টের কাছে পেশ করা হচ্ছে, তা সঠিক নয়। যদিও তাতে জোরালো আপত্তি জানায় সিবিআই। শুনানি চলাকালে বিচারক সিবিআইয়ের কৌঁসুলির কাছে জানতে চান, এই মামলায় আর কী অগ্রগতি ঘটেছে? উত্তরে সিবিআই প্রকাশ্যে কিছু না বলে মামলার কেস‑ডায়েরি কোর্টের কাছে পেশ করেন। 

    এদিন ধৃত আফসার আলির আইনজীবী বলেন, তাঁর মক্কেল জেলে থাকার কারণে চেকে সই করতে পারছেন না। উত্তরে বিচারক বলেন, নির্দিষ্ট আইন মেনে এই বিষয়ে যেন আদালতের কাছে আর্জি জানানো হয়। অন্যদিকে, ধৃত সুমন হাজরার আইনজীবী বলেন, তাঁর মক্কেল অসুস্থ। তাঁকে যেন জেল কর্তৃপক্ষ চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধপত্র সরবরাহ করে। 

    এদিন ভার্চুয়াল শুনানি চলাকালে এজলাসে হাজির থাকা অভিযুক্ত চিকিৎসক আশিস পান্ডে বার বার আড়চোখে জায়ান্ট স্ক্রিনে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দেখার চেষ্টা করছিলেন। দীর্ঘ শুনানির শেষে বিচারক দুই অভিযুক্তের জামিনের আবেদন বাতিল করে দিয়ে পাঁচজনকেই ফের ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে, এই মামলায় বাকি দুই অভিযুক্তের জামিনের শুনানির দিন ধার্য হয় আগামী ১২ নভেম্বর।
  • Link to this news (বর্তমান)