পুবালি বাতাসের ফলে কমছে না তাপমাত্রা, উপকূল সংলগ্ন অঞ্চলে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
বর্তমান | ০৫ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুবালি বাতাসের ফলে বঙ্গোপসাগর থেকে ফের বেশি মাত্রায় জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের উপকূল লাগোয়া এলাকায় ঢুকছে। তাই উত্তর-পশ্চিমি শুষ্ক হাওয়া কয়েকদিন আগে দক্ষিণবঙ্গের এই এলাকায় সামান্য সক্রিয় হলেও এখন আর তা নেই। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা যতটা কমবে বলে আশা করা হচ্ছিল, তা হয়নি। পুবালি হাওয়া দুর্বল না-হওয়া পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় তাপমাত্রা বিশেষ নামবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা পর্যালোচনা করে দেখা যাচ্ছে, একমাত্র পুরুলিয়ায় হাল্কা শীতের ছোঁয়া পড়েছে। সোমবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের শৈলশহর কালিম্পংয়ের (১৭.৩ ডিগ্রি) চেয়ে সেখানে তাপমাত্রা কিছুটা কম। দক্ষিণবঙ্গে পুরুলিয়া ছাড়া শুধু ঝাড়গ্রামে সর্বনিম্ন তাপমাত্রা (১৯ ডিগ্রি) ২০ ডিগ্রির নীচে নেমেছে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা এইচ আর বিশ্বাস জানিয়েছেন, পুরুলিয়াসহ পশ্চিমাঞ্চল উপকূল থেকে দূরে হওয়ার কারণে সেখানে পুবালি বাতাসের সক্রিয়তা নেই। তাই সেখানে উত্তর-পশ্চিমি হাওয়া কিছুটা সক্রিয় রয়েছে। তাছাড়া ভূ-প্রাকৃতিক কারণেও পুরুলিয়াসহ পশ্চিমাঞ্চলে তাপমাত্রা কম থাকে।
পুবালি বাতাসের জন্য আজ মঙ্গলবার ও আগামী কাল, বুধবার দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কোনও কোনও এলাকায় হাল্কা বৃষ্টি হতে পারে। কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ কিছুটা মেঘলা হতে পারে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেখান থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা তামিলনাড়ু উপকূল পর্যন্ত বিস্তৃত আছে। এর প্রভাবে দক্ষিণ ভারতে বৃষ্টি বাড়বে। ঘূর্ণাবর্তটি পরবর্তীকালে শক্তি বাড়ালেও ঘূর্ণিঝড় হবে এমন কোনও সম্ভাবনার কথা এখনও জানায়নি আবহাওয়া দপ্তর। এই সিস্টেমটির কোনও প্রভাব এরাজ্যে পড়বে না।
পুবালি বাতাস দুর্বল হলে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা কমবে বলেই আশা করছেন আবহাওয়াবিদরা। তবে কলকাতা ও সংলগ্ন এলাকায় হাল্কা শীতের ছোঁয়া পেতে এখনও অনেক দেরি আছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির নীচে স্থায়ীভাবে এলে হাল্কা শীত পড়েছে বলে ধরা হয়। মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩০.৬ এবং ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভবিকের চেয়ে বেশি।