• প্রতিবাদ করে বিতর্কিত পোস্ট, বিপাকে পড়া যুবক হাইকোর্টে
    বর্তমান | ০৫ নভেম্বর ২০২৪
  •  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডের প্রতিবাদে নবান্ন জ্বালিয়ে দেওয়ার হুমকিসহ একটি পোস্ট করেছেন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে, আর তাতেই বিপাকে পড়েছেন এক যুবক। এজন্য কলকাতায় ট্যাংরা থানা এলাকার ওই যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিস। তারপর ওই এফআইআর  খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিযুক্ত যুবকটি। সোমবার মামলার প্রাথমিক শুনানির পর পুলিসের কাছে কেস ডায়েরি তলব করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। অভিযুক্তের নামে আগে কোনও ফৌজদারি রেকর্ড আছে কি না, এদিন তা  জানতে চেয়েছেন বিচারপতি ঘোষ। মামলার বয়ান সূত্রে জানা গিয়েছে, ‘কথা কম কাজ বেশি’ নামে একটি  হোয়াটসঅ্যাপ গ্রুপে অভিযুক্ত যুবক ওই পোস্টটি করেন বলে জানিয়েছেন মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়।
  • Link to this news (বর্তমান)