চলতি বছরে রাজ্যে মোট ডেঙ্গু আক্রান্ত ১৭ হাজারের বেশি
বর্তমান | ০৫ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে ডেঙ্গু আক্রান্তের গ্রাফ ক্রমেই ঊর্ধ্বমুখী। ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৭ হাজারেরও বেশি। স্বাস্থ্যদপ্তর সূত্রে বছরের ৪৪তম সপ্তাহ পর্যন্ত এই পরিসংখ্যানই পাওয়া গিয়েছে। শীর্ষে থাকা প্রথম ১০ জেলার মধ্যে ৯টিই দক্ষিণবঙ্গের। উল্লেখযোগ্য বিষয় হল, বদলে যাওয়া ট্রেন্ডে দেখা যাচ্ছে প্রথম পাঁচে নেই কলকাতা। বরং আছে কলকাতা লাগোয়া দুই জেলা উত্তর ২৪ পরগনা এবং হুগলি। এই দুই জেলা ছাড়াও আক্রান্তের সংখ্যায় প্রথম দশে রয়েছে কলকাতা এবং হাওড়া। এছাড়া দক্ষিণবঙ্গের ৫টি জেলা হল মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর। তালিকায় রয়েছে উত্তরবঙ্গের একটি জেলা, মালদহ। স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর, এই ১৭ হাজারের বেশি আক্রান্তের মধ্যে ১৩ হাজারেরও বেশি মানুষের ডেঙ্গু ধরা পড়েছে সরকারি ল্যাবরেটরিতে। সেখানে মাত্র ৩৭৮৫ জনের ডেঙ্গু নির্ণয়ের কাজ করেছে প্রাইভেট ল্যাবরেটরিগুলি।