• প্রকল্প শুরু হয়নি একবছরেও! তৎপর হতে নির্দেশ ৪ জেলাকে, চিহ্নিত করল রাজ্যের সমন্বয় পোর্টাল
    বর্তমান | ০৫ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্দিষ্ট সময়ের মধ্যে বিভিন্ন প্রকল্পের কাজ শেষ করতে দপ্তরগুলির মধ্যে সমন্বয় বৃদ্ধিতে জোর দিয়েছিল রাজ্য। তৈরি করেছে সমন্বয় পোর্টাল। তার মাধ্যমেই বিশেষ গুরুত্বপূর্ণরূপে চিহ্নিত প্রকল্পগুলির কাজের অগ্রগতির উপর নজরদারি চালায় সমস্ত দপ্তর। সম্প্রতি তাদের দায়িত্বে চলা সমন্বয় পোর্টালের অন্তর্গত বেশকিছু প্রকল্প চিহ্নিত করেছে পঞ্চায়েত দপ্তর। এক বছর কেটে গেলেও মুর্শিদাবাদ, পুরুলিয়া, হুগলি এবং দক্ষিণ দিনাজপুরের এই সমস্ত কাজ শুরু হয়নি। ফলে কাজ দ্রুত শুরু করার নির্দেশসহ সংশ্লিষ্ট জেলাগুলিকে চিঠি দেওয়া হয়েছে। 

    নানা কারণে এই সমস্ত কাজ শুরু করা যায়নি বলেই উল্লেখ করা হয়েছে এই রিপোর্টে। অধিকাংশ ক্ষেত্রেই দরপত্র ডাকার কাজ সম্পূর্ণ না-হওয়ায় প্রকল্পের কাজ শুরু করা যায়নি বলেই বলা হয়েছে তাতে। আবার অনেকগুলি প্রকল্প এমন রয়েছে যেগুলির শুরু না-হওয়ার কোনও কারণও দর্শানো হয়নি। রিপোর্টে তার পাশে শুধু লেখা রয়েছে—‘কাজ শুরু হয়নি’! একটিতে দরপত্র ডাকার প্রক্রিয়া শেষ হয়ে গেলেও কাজ শুরু হয়নি এখনও। জমি সংক্রান্ত সমস্যার জন্য একটি প্রকল্পের কাজ আটকে রয়েছে। 

    কী কী প্রকল্পের কাজ আটকে রয়েছে? এই তালিকা অনুযায়ী—মুর্শিদাবাদের দাদস্থান মন্দির থেকে কাজি নজরুল ইসলাম বিএড কলেজ পর্যন্ত রাস্তা তৈরি, লালগোলা অডিটোরিয়ামের সংস্কার, মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় সৌরবিদ্যুৎ চালিত ক্ষুদ্রসেচের ব্যবস্থা, পুরুলিয়ায় ঘাটবেড়া থেকে উসুলডুংরি পর্যন্ত রাস্তা সম্প্রসারণ, কালুপাড়া থেকে রসিকডি পর্যন্ত রাস্তা সম্প্রসারণ, হুগলিতে বাফলা নদীপুল থেকে কুলতলা মাঠ পর্যন্ত রাস্তার কাজ এবং দক্ষিণ দিনাজপুরের একটি রাস্তা মেরামতির কাজ।
  • Link to this news (বর্তমান)