নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে যদি কোনও ব্যক্তি টাকা জমা করেন এবং মেয়াদ শেষ হওয়ার আগেই যদি তিনি মারা যান, তাহলে সুদের হিসেব কীভাবে হবে, সেই সংক্রান্ত নির্দেশিকা জারি করল ডাকবিভাগ। বলা হয়েছে, প্রকল্প চলাকালীন যে মাসে গ্রাহক মারা যাবেন, তার আগের মাস পর্যন্ত প্রকল্পে ঘোষিত সুদ মিলবে। এক্ষেত্রে ধরে নেওয়া হবে, মৃত্যুজনিত কারণে আগের মাসেই অ্যাকাউন্টটি বন্ধ করা হচ্ছে। এরপর বাস্তবে যেদিন অ্যাকাউন্টটি বন্ধ হবে, সেইদিন পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টের নির্ধারিত সুদ দেওয়া হবে ওই অ্যাকাউন্টে।