• জীবন বিমায় প্রিমিয়াম আদায়ের হার বাড়ল
    বর্তমান | ০৫ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৩-২৪ অর্থবর্ষে জীবন বিমার ব্যবসা যে হারে বেড়েছে, তার চেয়ে বৃদ্ধির হার বেশি ছিল সাধারণ বিমার ব্যবসায়। তবে চলতি অর্থবর্ষের প্রথম তিন মাসে বৃদ্ধির হারের ছবি অনেকটাই বদলে গেল। বিমা নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই জানিয়েছে, গত অর্থবর্ষে সাধারণ ও জীবন বিমা মিলিয়ে মোট প্রিমিয়াম আদায় হয়েছিল ১১ লক্ষ ১৭ হাজার কোটি টাকা। সরকারি ও বেসরকারি বিমা সংস্থাগুলি মিলিয়েই এই হিসেব সামনে এনেছে তারা। এক্ষেত্রে জীবন বিমার প্রিমিয়াম আদায় বাড়ে ৬ শতাংশ হারে। তবে স্বাস্থ্যবিমাসহ সাধারণ বিমার প্রিমিয়াম আদায় বৃদ্ধির হার ছিল ১২.৭৮ শতাংশ। এদিকে ২০২৪-২৫ অর্থবর্ষের এপ্রিল থেকে জুন পর্যন্ত হিসেব বলছে, প্রিমিয়াম আদায়ের অঙ্ক ২ লক্ষ ৬০ হাজার কোটি টাকা। এক্ষেত্রে জীবন বিমায় প্রিমিয়াম বৃদ্ধির হার ১৪.৭ শতাংশ। সাধারণ বিমার ক্ষেত্রে সেই হার ১৩.৩৩ শতাংশ।
  • Link to this news (বর্তমান)