• বিদ্যুতের চাহিদা সামান্য বাড়ল
    বর্তমান | ০৫ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্ষার বিদায় বেলায় দেশে সামান্য বাড়ল বিদ্যুতের চাহিদা। আগস্ট এবং সেপ্টেম্বরে চাহিদা কমে গিয়েছিল অনেকটাই। ক্রেডিট রেটিং সংস্থা ক্রিসিল জানাচ্ছে, বিদ্যুতের চাহিদা গতবছর অক্টোবরের তুলনায় গতমাসে ০.৪ শতাংশ বেড়েছে। যদিও পশ্চিমবঙ্গসহ পূর্ব ভারতে চাহিদা গতবারের মতোই রয়েছে। দেশে সার্বিকভাবে গতমাসে ১৪ হাজার কোটি ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে। 

    এর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা ছিল উত্তর ও পশ্চিম ভারতে। সেখানে চাহিদা বেড়েছে গতবারের তুলনায় যথাক্রমে ১৩ ও ৪ শতাংশ। দক্ষিণ ভারতে তা কমেছে ১০ শতাংশ।
  • Link to this news (বর্তমান)