• রোজগার মেলায় ৫১ হাজার নিয়োগপত্র দিলেন মোদি, বাংলার ভাগ্যে জুটল এক শতাংশের কম!
    বর্তমান | ০৫ নভেম্বর ২০২৪
  • বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: গত ২৯ অক্টোবর দেশজুড়ে রোজগার মেলার আয়োজন করেছিল কেন্দ্রীয় সরকার। যাঁরা সরকারি চাকরি পাচ্ছেন, তাঁদের প্রত্যেকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়াই ছিল ওই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। মোদ্দা কথা, মোদি জমানায় কত মানুষের কেন্দ্রীয় সরকারি রা রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরি হচ্ছে, তা ঢাকঢোল পিটিয়ে জনসমক্ষে তুলে ধরাই ছিল এই মেলার মূল উদ্দেশ্য। কেন্দ্রীয় সরকার ওই দিন নানা জায়গায় অনুষ্ঠান করে মোট ৫১ হাজার ২৩৬ জনকে নিয়োগপত্র তুলে দেয়। সরকারি কাজের এই বাজারে বাংলার কপালে কত চাকরি জুটল? তথ্য বলছে, এ রাজ্যে সরকারি নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে মাত্র ৩৯৪ জনকে। নিয়োগপত্র নিতে আসেননি আরও ১০ জন। অর্থাৎ বাংলার জন্য মোট নিয়োগের ১ শতাংশের কম চাকরি জুটেছে মোদির রোজগার মেলায়। গোটা দেশের চাকরির মাত্র ০.৭৮ শতাংশ পেয়েছেন বাংলার চাকরিপ্রার্থীরা!

    কেন্দ্রীয় সরকার নিজেই জানিয়েছে, তাদের বিভিন্ন মন্ত্রক, দপ্তর বা রাষ্ট্রায়ত্ত সংস্থায় ১০ লক্ষের বেশি শূন্যপদ রয়েছে। সেই তুলনায় নিয়োগের হার অনেকটা‌ কম। বিপুল সংখ্যক শূন্যপদের মধ্যে বাংলার ভাগও যে অনেকটাই, তা বলার অপেক্ষা রাখে না। সংশ্লিষ্ট মহলের মতে, বিভিন্ন ক্ষেত্রে বাংলাকে বঞ্চনাই কেন্দ্রের মোদি সরকারের মূল মন্ত্র হয়ে উঠেছে। কর্মপ্রার্থীরা কেন্দ্রীয় সরকারি চাকরির ক্ষেত্রেও সেই একই বঞ্চনার শিকার হবেন, এ আর নতুন কথা কী!

    রোজগার মেলার জন্য এ রাজ্যে দু’টি অনুষ্ঠানের আয়োজন করে কেন্দ্রীয় সরকার। একটি কলকাতায়, অপরটি দুর্গাপুরে। কলকাতায় আয়োজিত মেলায় নিয়োগগত্র দেওয়া হয়েছে ২১৫ জনকে। তা নিতে আসেননি ৩ জন। দুর্গাপুরে নিয়োগপত্র গ্রহণ করেছেন ১৭৯ জন। সাতজন নিয়োগপত্র নিতে আসেননি। পশ্চিমবঙ্গে চাকরি দেওয়া হয়েছে যে যে দপ্তর ও রাষ্ট্রায়ত্ত সংস্থায়, সেগুলি হল ডাক বিভাগ, আয়কর বিভাগ, জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া, জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া, গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এইমস, বিএসএফ, সুরক্ষা সীমা বল, সিআরপিএফ, এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া, ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া প্রভৃতি। এর মধ্যে সবচেয়ে বেশি চাকরি দেওয়া হয়েছে ডাক বিভাগে। দেশজুড়ে যে ৫১ হাজারের বেশি চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে, সেখানেও ডাক বিভাগে চাকরির সংখ্যাই বেশি বলে জানা গিয়েছে। সেই সংখ্যা প্রায় ২০ হাজার। ওয়াকিবহাল মহলের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে দুষে কেন্দ্রের শাসক দলের যতটা আনন্দ, বাংলার মানুষকে চাকরি দিতে তাদের ততটাই অনীহা। মোদির রোজগার মেলা তারই প্রমাণ। 
  • Link to this news (বর্তমান)