• মিড-ডে মিলের খাবারে টিকটিকি, স্বাস্থ্যপরীক্ষা শিশুদের
    বর্তমান | ০৫ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: এবার এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড ডে মিলে আস্ত টিকটিকি। সেই নিয়ে আতঙ্কে শিশুদের হাসপাতালে নিয়ে এসে চিকিৎসাও করলেন অভিভাবকরা। ঘটনাটি দেগঙ্গা পারপাটনার ১৯৯ নম্বর আইসিডিএস সেন্টারের। জানা গিয়েছে, রোজের মতো সোমবার সকালেও ওই কেন্দ্রে এসেছিলেন গর্ভবতী মহিলা থেকে খুদে পড়ুয়ারা। নির্দিষ্ট সময়ে তাঁদের মিড ডে মিলের খিচুড়িও দেওয়া হয়। সেই খাবার নিয়ে বাড়ি ফিরে যাওয়ার পর এক শিশুর পরিবারের সদস্যরা দেখেন, খিচুড়িতে রয়েছে একটি আস্ত টিকটিকি। তারপরই সরাসরি শিশুর পরিবারের লোকজন দৌড়ে আসেন আইসিডিএস সেন্টারে। সহায়িকা থেকে দিদিমণিকে সমস্ত বিষয়টি জানান তাঁরা। তখন আইসিডিএসের দুই কর্মী বাড়ি বাড়ি গিয়ে খিচুড়ি না খাওয়ার অনুরোধ করেন। কিন্তু ততক্ষণে প্রায় অনেকেরই খাওয়া শেষ হয়ে গিয়েছে। খিচুড়ি খাওয়া হয়ে যাওয়া ১৪ জন শিশুকে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করে প্রশাসন।

    এ বিষয়ে এক অভিভাবক বাকিবুল ইসলাম বলেন, আমার ছেলের খাবারে টিকটিকি ছিল। এরপর অসুস্থতার ভয় থেকে ছেলেমেয়েদের হাসপাতালে নিয়ে আসা হয়। প্রত্যেকেরই অবস্থা স্থিতিশীল। তবে এই আইসিডিএস সেন্টারে পরিকাঠামোর উন্নয়ন হওয়া দরকার বলে দাবি করেছেন তিনি। আরেক অভিভাবক খাদিজা খাতুন বলেন, বিষয়টি জানার পরেই আমরা সকলকে হাসপাতালে নিয়ে এসেছি। প্রত্যেকের চিকিৎসার ব্যবস্থা করানো হয়েছে। তবে এই ঘটনাটা দিদিমণি বা সহায়িকার অজান্তেই ঘটে গিয়েছে। তবুও কাজের ক্ষেত্রে প্রত্যেকের সচেতন থাকা দরকার। 
  • Link to this news (বর্তমান)