হাওড়ার দেড়শো প্রাথমিক স্কুলে চালু হবে পঞ্চম শ্রেণি, আগামী শিক্ষাবর্ষেই শুরু পঠনপাঠন
বর্তমান | ০৫ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, উলুবেড়িয়া: আগামী শিক্ষাবর্ষ থেকে হাওড়া জেলার দেড়শোটি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণির পঠনপাঠন চালু হতে চলেছে। বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষাদপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট স্কুলগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে পঞ্চম শ্রেণি চালু হলেও সেখানে পড়ুয়া মিলবে তো, এই আশঙ্কা প্রকাশ করেছে কয়েকটি প্রাথমিক স্কুল। যদিও হাওড়া জেলা প্রাথমিক স্কুল বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, এই সমস্যা মিটে যাবে। জেলা প্রাথমিক স্কুল বোর্ড সূত্রে খবর, বর্তমানে জেলায় ২ হাজার ৫৯টি প্রাথমিক স্কুল রয়েছে। যার মধ্যে প্রথম ধাপে ৭৮১টি স্কুলে ইতিমধ্যেই পঞ্চম শ্রেণি চালু হয়েছে। এবার আরও দেড়শোটি স্কুলে পঞ্চম শ্রেণির ক্লাস চালু হবে। হাওড়া জেলা প্রাথমিক স্কুল বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণকুমার ঘোষ বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে পঞ্চম শ্রেণি চালু করার মতো পরিকাঠামো আছে, এমন ১৫০টি প্রাথমিক স্কুলকে এই পর্বে চিহ্নিত করা হয়েছে। আমরা ওই স্কুলগুলি পরিদর্শন করে রাজ্যকে জানিয়েছিলাম। আমাদের রিপোর্ট দেখে এই দেড়শো প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণির পঠনপাঠন চালুর নির্দেশ দিয়েছে শিক্ষাদপ্তর।
এদিকে, যেসব প্রাথমিক স্কুলে আগেই পঞ্চম শ্রেণির ক্লাস চালু হয়েছে, সেখানে পর্যাপ্ত পড়ুয়া নেই। কারণ ওইসব এলাকার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্কুলে পঞ্চম শ্রেণি থাকায় অভিভাবকরা সেখানেই তাঁদের সন্তানদের ভর্তি করাচ্ছেন। শিক্ষকদের মতে, ওইসব স্কুলে পঞ্চম শ্রেণিতে ভর্তি বন্ধ না হওয়া অবধি প্রাথমিক স্কুলগুলিতে ওই ক্লাসে নামমাত্র পড়ুয়া থাকবে।
এ ব্যাপারে কৃষ্ণকুমার ঘোষ বলেন, ধাপে ধাপে সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে পঞ্চম শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া বন্ধ করা হবে। আমরা ২০২৬ সালে জেলায় ১০৬টি প্রাথমিক স্কুলে অতিরিক্ত ক্লাস রুম তৈরি করে সেখানে পঞ্চম শ্রেণি চালু করব।
ফলে দু’-তিন বছরের মধ্যে এই সমস্যা মিটে যাবে বলে আশা করা যাচ্ছে। যে সমস্ত প্রাথমিক স্কুলে বর্তমানে পঞ্চম শ্রেণিতে পাঠদান হয়, সেইসব পড়ুয়াদের অন্যত্র ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে কোনও সমস্যার সৃষ্টি হলে আমরা সেই সমস্যার সমাধান করে দেব।