• রায়দিঘিতে রাস্তার ধারে যুবকের নলি কাটা মৃতদেহ ঘিরে রহস্য
    বর্তমান | ০৫ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বারুইপুর: বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার ধারে নলি কাটা অবস্থায় এক যুবকের দেহ উদ্ধারকে ঘিরে রহস্য ছড়িয়েছে। মৃতের নাম দিলীপ নাইয়া (৩৬)। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে রায়দিঘি থানা এলাকার গিলের ছাঁট পঞ্চায়েতের সিংহের চক বকুলতলায়। রায়দিঘি থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কী কারণে এই খুন, তা পুলিস তদন্ত করে দেখছে।

    পুলিস ও স্থানীয় সূত্রে খবর, সিংহের চকের বাসিন্দা দিলীপ নাইয়া গত দু’-তিন মাস আগে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। এতদিন বেপাত্তা থাকার পর রবিবার রাতে হঠাৎ বাড়ির কাছে তাঁর দেহ পড়ে থাকতে দেখে অবাক হয়ে যান এলাকার লোকজন। যেকানে দেহটি পড়ে ছিল, তার কিছুটা দূর থেকে উদ্ধার হয়েছে একটি লেডিজ সাইকেল। মৃতের মা পিংলা নাইয়া বলেন, ছেলে কলকাতায় কাজ করতে গিয়েছিল। বলেছিল, মাছের ভেড়ির কাজে যাচ্ছি। এরপর রাতে ছেলের দেহ পড়ে থাকার খবর পাই। দিলীপ কী ধরনের কাজ করত, তা জানতাম না। ওর কোনও শত্রু ছিল না। যারা ওকে নৃশংসভাবে খুন করেছে, তাদের শাস্তি চাই। মৃতের ভাই সুশীল নাইয়া বলেন, দাদার সঙ্গে আমাদের কোনও যোগাযোগ ছিল না। অশান্তির কারণে বউদি কয়েক বছর আগে দাদাকে ছেড়ে চলে যান। ১৪ বছরের ছেলেকে নিয়ে মায়ের কাছে থাকত দাদা।

    প্রতিবেশী মণিমালা নাইয়া বলেন, এলাকায় দেখাই যেত না দিলীপকে। কয়েকমাস আগে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। তাঁর মা পরিচারিকার কাজ করেন। পুলিস জানিয়েছে, দিলীপ নানা অপরাধের সঙ্গে যুক্ত। চুরির অভিযোগও ছিল তার বিরুদ্ধে। একটি ধর্ষণের অভিযোগে জেলও খেটেছিল। পুলিসের প্রাথমিক তদন্তে অনুমান, বাড়ি ফেরার পথেই তাঁকে খুন করা হয়েছে। পুরনো শত্রুতা থেকেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)