• শ্বশুরমশাই অসুস্থ, স্বামীর বিরুদ্ধে খোরপোশের মামলা তুলে নিলেন স্ত্রী
    বর্তমান | ০৫ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোর্টের নির্দেশ মতো কয়েক মাস ধরে খোরপোশের টাকা পাচ্ছিলেন না স্ত্রী তনিমা কর্মকার। আলিপুর আদালতে তা নিয়ে অভিযোগও জানান তিনি। যদিও খোঁজ নিয়ে জানতে পারেন, তাঁর শ্বশুরমশাই অসুস্থ। সেই কারণেই স্বামী খোরপোশের টাকা দিতে পারছেন না। এই খবর শোনার পর তিনি শ্বশুরমশাইয়ের চিকিৎসার জন্য নিজের কষ্টার্জিত কিছু টাকা তুলেও দেন স্বামীর হাতে। শুধু তাই নয়, বাবা‑মা’কে জানিয়ে দেন, তিনি মামলা চালাতে চান না। এবার থেকে স্বামীর কাছেই থাকবেন।

    ক্যানিংয়ের তালদির বাসিন্দা ওই বধূ সম্প্রতি আলিপুর আদালতে পিটিশনে জানান, তিনি আর এই খোরপোশের মামলা চালাতে আগ্রহী নন। শুনানির শেষে মামলা প্রত্যাহার করার নির্দেশ দেন বিচারক। মহিলার আইনজীবী মঙ্গলবার বলেন, আমার মক্কেল শেষ পর্যন্ত স্বামীর কাছে ফিরে যেতে চাইছেন। আশা করব, ওঁরা সুখে‑শান্তিতে জীবন কাটাবেন। আদালতও এ বিষয়ে সন্তোষ প্রকাশ করেছে। বিচারকের মন্তব্য, পরিবারের সকলকে নিয়ে ভালোভাবে সংসার করুন। দেখবেন অভাব থাকলেও সেখানে শান্তি বিরাজ করবে।

    আদালত সূত্রে জানা গিয়েছে, গত বছরের এপ্রিল মাসে তনিমা কর্মকার নামে ওই বধূ আলিপুর আদালতে তাঁর স্বামী তপন কর্মকারের বিরুদ্ধে খোরপোশের মামলা দায়ের করেছিলেন। সেই মামলায় এক অন্তর্বর্তী রায়ে আদালত প্রতিমাসে পাঁচ হাজার টাকা করে স্বামীকে খোরপোশ দেওয়ার নির্দেশ দেয়। কোর্টের নির্দেশ মতো সেই টাকা দিচ্ছিলেন স্বামী। কিন্তু গত পাঁচ মাস টাকা বকেয়া থাকে। তখন ওই মহিলা বিষয়টি কোর্টের নজরে  আনেন। তারই মধ্যে গ্রামের এক আত্মীয়ের মাধ্যমে তনিমাদেবী জানতে পারেন, তাঁর শ্বশুরমশাই অসুস্থ। তাঁর ওষুধপত্রের জন্য অনেক টাকা খরচ হয়ে গিয়েছে। এরপরই ওই বধূ তাঁর মা‑বাবার সঙ্গে আলোচনা করে তাঁদের সঙ্গে নিয়ে চলে আসেন শ্বশুরবাড়িতে। সেলাই করে রোজগার করা কিছু অর্থ তিনি তুলে দেন শ্বশুরমশাইয়ের চিকিৎসার জন্য। বর্তমানে বৃদ্ধ অনেকটাই সুস্থ আছেন বলে কোর্ট সূত্রের খবর।
  • Link to this news (বর্তমান)