আবার টানা দু'দিন বৃষ্টির পূর্বাভাস ১১টি জেলায়, কবে থেকে?
আজ তক | ০৫ নভেম্বর ২০২৪
ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রকুটি। এমনই পূর্বাভাস দিল হাওয়া অফিস। মঙ্গলবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায়। আবহাওয়া দফতর সূত্রে খবর আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে কোনও কোনও জেলায় কুয়াশা থাকতে পারে।
ফের বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে
হাওয়া অফিস জানিয়েছে, আজ ও বুধবার দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
হাওয়া অফিস জানিয়েছে, আজ ও ৯ নভেম্বর উত্তরের ৮ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
কেমন থাকবে আবহাওয়া?
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আগামী ৫ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
কলকাতায় কত তাপমাত্রা?
হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ এবং ন্যূনতম ৫৩ শতাংশ।