• 'আরজি করের নির্যাতিতার দেহ থেকে পাওয়া সাদা তরলের DNA পরীক্ষার রিপোর্ট কী বলছে?'
    হিন্দুস্তান টাইমস | ০৫ নভেম্বর ২০২৪
  • আরজি কর কাণ্ডে এবার আন্দোলনকারী চিকিৎসকদের নিশানায় সিবিআই। তদন্ত নিয়ে যে তাঁরা অসন্তুষ্ট, তা আগে থেকেই ইঙ্গিত দিচ্ছিলেন চিকিৎসকরা। এবার সিবিআই-এর দিকে সরাসরি ১০টি প্রশ্নবাণ ছুঁড়ে দিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। তাতে প্রশ্ন করা হয়েছে, 'আরজি করে নির্যাতিতার দেহে পাওয়া তরলের DNA পরীক্ষার রিপোর্ট কী বলছে? আদৌ কি সেই পদার্থের পরীক্ষা করা হয়েছিল?' সঙ্গে ডাক্তারদের প্রশ্ন, 'ডিএনএ পরীক্ষার রিপোর্টে দাবি করা হয়েছে, নির্যাতিতার শরীরের ওপরের অংশে অভিযুক্তের লালারস মিলেছে। তাহলে সেই রিপোর্টে সাদা সেই তরল পদার্থের কোনও উল্লেখ নেই কেন?' এরই সঙ্গে চিকিৎসকদের আরও অভিযোগ, '৯ অগস্ট ময়নাতদন্তের সময় নমুনা সংগ্রহ করা হলেও কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবে তা পাঠানো হয় ১৪ অগস্ট। এত সময় লাগল কেন?'

    উল্লেখ্য, আরজি কর খুন ও ধর্ষণ মামলায় সোমবার শিয়ালদা আদালতে সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে। আদালতের তরফে জানানো হয়েছে, ১১ নভেম্বর থেকে শিয়ালদা আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রটের এজলাসে রোজ শুনানি হবে। আদালত থেকে জেলে ফেরার পথে প্রিজন ভ্যানের জানলা থেকে চিৎকার করে সঞ্জয় বলতে থাকে, 'আমি এতদিন চুপচাপ ছিলাম... আমাকে বিনা কারণে ফাঁসানো হয়েছে... আমি কিন্তু রেপ অ্যান্ড মার্ডার করিনি... সরকারই আমাকে ফাঁসাচ্ছে... ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে এই করেছে। আমি কিন্তু পুরোপুরি নির্দোষ।'
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)