দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার আকাশ। বেলার দিকে কখনো আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। আগামী চার-পাঁচ দিন তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কার্যত নেই। জলীয় বাষ্পের পরিমাণ সামান্য বাড়বে। বাতাসে জলীয় বাষ্প বাড়ার কারণে সকালের দিকে কিছু কিছু এলাকায় সকালের দিকে কুয়াশা বা ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হবে। মঙ্গলবার ও বুধবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উপকূলের জেলায়। মঙ্গলবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে। বুধবার মেঘলা আকাশ, হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পূর্ব মেদিনীপুর দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা কিছু অংশে।
উত্তরবঙ্গে রবিবার থেকে পুরোপুরি শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গেও। আগামী ৪-৫ দিন তাপমাত্রার কোন হেরফের নেই। আজ উত্তরবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। পরবর্তীতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পার্বত্য এলাকায়। কলকাতায় শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। আগামীকাল ও পরশু কুয়াশা ও ধোঁয়াশা সকালের প্রথম দুই ঘন্টা। আপাতত মূলত পরিষ্কার আকাশ। বিকেলের দিকে আংশিক মেঘলা আকাশ। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম আগামী চার-পাঁচ দিন।
কলকাতার তাপমান আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি । গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৩ থেকে ৯৫ শতাংশ। যদিও কুয়াশার সম্ভাবনা বেশি বিহারে। আগামী ৩-৪ দিন ঘন কুয়াশার দাপট থাকতে পারে বিহারের কিছু অংশে। এছাড়াও কুয়াশা থাকবে উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গের কিছু জেলায়।
ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশ এবং দক্ষিণ-পূর্ব আরব সাগরে যেটি কেরালা উপকূল সংলগ্ন। আজ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা এবং অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূল। একটি অক্ষরেখা রয়েছে এই যেটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত।