• কমলা না ট্রাম্প? আমেরিকার রায়। সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। আর কী কী দিনভর নজরে
    আনন্দবাজার | ০৫ নভেম্বর ২০২৪
  • আমেরিকার মোট ৫০টি প্রদেশে ভোটদানের পদ্ধতিতে বিভিন্নতা রয়েছে। দোদুল্যমান সাতটি প্রদেশের ফল কী হবে তার উপর অনেকটাই নির্ভর করছে ভোটের সামগ্রিক ফল। রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প বা ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে শেষ মুহূর্তের জনপ্রিয়তার হাড্ডাহাড্ডি লড়াইয়ের এ যাবৎ ভারতীয় বংশোদ্ভূত কমলা কিছুটা এগিয়ে থাকলেও অভিবাসন, কর্মসংস্থানের মতো প্রশ্নে ট্রাম্পের জোর সওয়াল পরিস্থিতিতে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। জনপ্রিয়তার আঁচ কার ভোটবাক্স গরম করবে তা জানতে সারা বিশ্ব অপেক্ষা করছে।

    আজ আরজি কর সংক্রান্ত মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সিভিক ভলান্টিয়ার নিয়োগকে ‘রাজনৈতিক স্বজনপোষণের সুন্দর পন্থা’ আখ্যা দিয়ে এর আগের শুনানিতে ছ’টি প্রশ্ন তুলেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। আজ শীর্ষ আদালতে সেই সব প্রশ্নের জবাব দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। সেই সঙ্গে সিবিআইকে তদন্তের অগ্রগতির রিপোর্টও জমা দিতে হবে। কেন্দ্রীয় সরকারও জাতীয় টাস্ক ফোর্স নিয়ে রিপোর্ট জমা দেবে শীর্ষ আদালতে।

    আজ প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি রয়েছে বিচার ভবনে। পুজোর আগে, গত ৭ অক্টোবর এই মামলার শেষ বার শুনানি হয়েছিল। এর পর গত ১৫ অক্টোবর এই মামলায় অন্যতম অভিযু্ক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করতে প্রেসিডেন্সি জেলে যায় সিবিআই। তার আগে গত ১ অক্টোবর বিশেষ সিবিআই আদালতে হাজির করানো হয়েছিল পার্থকে। এর পরেই নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে গ্রেফতার করে সিবিআই। পাশাপাশি, এই মামলায় গ্রেফতার হন আরও এক অভিযুক্ত অয়ন শীল। আজ এই মামলারও শুনানি রয়েছে।

    ইরানের কড়া পোশাকবিধির প্রতিবাদে শুধু অন্তর্বাস পরে বেরিয়ে এসেছিলেন প্রকাশ্যে। গ্রেফতারির পর কোথায় রয়েছেন তেহরানের ইসলামিক আজ়াদ বিশ্ববিদ্যালয়ের সেই পড়ুয়া তরুণী? সংবাদ সংস্থা সূত্রে খবর, গ্রেফতারির পর থেকেই নিখোঁজ তিনি। ওই তরুণীর নিঃশর্ত মুক্তির দাবিতে ইতিমধ্যেই প্রতিবাদ শুরু হয়ে গিয়েছে সে দেশের নানা প্রান্তে। পরিস্থিতির দিকে নজর রাখছে রাষ্ট্রপুঞ্জও। আজ এই সংক্রান্ত খবরে নজর থাকবে।

    এখনই শীতের আমেজ মিলবে না পশ্চিমবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে উত্তর বা দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। যদিও আগে পারদ-পতনের পূর্বাভাস দেওয়া হয়েছিল। উত্তরের জেলাগুলিতে সকালের দিকে থাকতে পারে কুয়াশা। কলকাতার কিছু অংশে কুয়াশা থাকারও পূর্বাভাস রয়েছে।

  • Link to this news (আনন্দবাজার)