আরজি করের নির্যাতিতা জন্য বিচারের দাবিতে সোমবার শহরের বিভিন্ন প্রান্তে ‘দ্রোহের আলো জ্বালো’ কর্মসূচি আয়োজিত হয়েছে। তাতে শামিল হয়েছিলেন অনেক সাধারণ নাগরিকও। রাতে বাড়ি ফেরার পথে সেই কর্মসূচিতে অংশগ্রহণকারী কয়েক জনের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। তাঁদের গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ‘দ্রোহের আলো জ্বালো’ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের। সোমবার বেশি রাতের দিকে ঘটনাটি ঘটেছে এক্সাইড মোড়ের কাছে। পরে এই ঘটনায় শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দক্ষিণ কলকাতার দিক থেকে একটি চার চাকার গাড়িতে ফিরছিলেন। সেই সময়ে ম্যাটাডরে চেপে অপর দল ফিরছিল। সম্ভবত কালীপুজোর বিসর্জন সেরে ফিরছিল দ্বিতীয় দলটি। পুরুষ, মহিলা সকলেই ছিলেন ওই দলে। দ্বিতীয় দলটির কয়েক জন বাইকে এবং স্কুটারে চেপেও ফিরছিলেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের অভিযোগ, এক্সাইড মোড়ে পৌঁছনোর আগে থেকেই দ্বিতীয় দলটি তাঁদের পিছু নিয়েছিল এবং বিরক্ত করছিল। সেই নিয়েই এক্সাইড মোড়ের কাছে দু’পক্ষের তর্কাতর্কি শুরু হয়। ক্রমে পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে এবং কর্মসূচিতে অংশগ্রহণকারীদের গাড়ির কাচও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।