প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু? প্রতি জেলায় শূন্যপদের সংখ্যা জানতে চাইল পর্ষদ: সূত্র
আজ তক | ০৫ নভেম্বর ২০২৪
চলতি বছরে হবে না প্রাথমিক টেট। কালীপুজোর আগে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে এমনটাই জানা গেছিল। ২০২২ ও ২০২৩ সালে টেট পরীক্ষা হলেও উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের এখনও নিয়োগ করা হয়নি। সেকারণেই ২০২৪ সালের টেট পরীক্ষা নেওয়া হবে না বলে খবর। এই নিয়ে হতাশ ছিলেন পরীক্ষার্থীরা। তবে এর মাঝেই এল অন্য এক সুখবর। রাজ্যের প্রাথমিক স্কুলগুলির জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ সেই কারণে রাজ্য জুড়ে প্রাথমিক স্কুলগুলিতে বর্তমানে কত শূন্য পদ রয়েছে, তা জানতে চেয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ৷
স্কুল শিক্ষা দফতরের থেকে শূন্যপদের তালিকা চেয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। স্কুল শিক্ষা দফতরকে প্রত্যেকটি জেলা ধরে ধরে তালিকা দিতে বলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ ডিসেম্বর মাসের মধ্যেই প্রাথমিক শিক্ষক নিয়োগের ফের বিজ্ঞাপন দিতে চায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০২২ এ উত্তীর্ণ টেট চাকরি প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ার সুযোগ পাবেন। সুযোগ পাবেন ২০২৩ এর টেট উত্তীর্ণরাও। রাজ্যের থেকে শূন্য পদের তালিকা পেলেই নিয়োগের ফের বিজ্ঞাপন দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ বলেই সূত্রের খবর।
প্রসঙ্গত, এই মুহূর্তে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াও শুরু করতে চাইছে প্রার্থমিক শিক্ষা পর্ষদ।