প্রসেনজিত্ মালাকার: নরেন্দ্রপুর, হবিবপুর, দুবরাজ পুরের পর এবার তারপীঠে গণধর্ষণের অভিযোগ। স্বামী-স্ত্রীর বিবাদ মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে গণধর্ষণের অভিযোগ। শুধু তাই নয়, গণধর্ষণের ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠল। গৃহবধূর অভিযোগের ভিত্তিতে ৩ যুবককে গ্রেফতার করেছে তারাপীঠ থানার পুলিস। এদের মধ্যে ২ জন নাবালক।
গৃহবধূর অভিযোগ তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। তার জেরেই তিনি তারাপীঠে বাপের বাড়ি চলে যান। এদিকে ওই ওই বিবাদ মিটিয়ে দেওয়ার জন্য এগিয়ে আসেন গৃহবধূর স্বামীর তিন সহকর্মী। সেই কথা অনুযায়ী সোমবার তারাপীঠের একটি বাড়িতে ওই ৩ জনের সঙ্গে দেখা করেন ওই গৃহবধূ। সেখানেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
এদিকে, ওই ঘটনার পর আরও গুরুতর কাণ্ড করে অভিযুক্তরা। এমনটাই দাবি নির্যাতিতার। গৃহবধূর দাবি, ধর্ষণের ঘটনা ভিডিয়ো করে রাখে অভিযুক্তরা। সেই ভিডিয়ো প্রকাশ করে দেওয়ার হুমকি দেয়।
ওই ঘটনার পর গৃহবধূ প্রথম মল্লারপুর ও পরে তারাপীঠ থানায় অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে ওই তিনজনকে গ্রেফতার করে তারাপীঠ থানার পুলিস। এদের মধ্যে আবার ২ জন নাবালক। গৃহবধূর গোপন জবানবন্দি নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। দুই নাবালককে সিউডি জুভেনাইল আদালতে পাঠানো হয়েছে। অন্যজনকে রামপুরহাট আদালতে তোলা হচ্ছে।