• ফের ধর্ষণ-কাণ্ডে উঠে এল সিভিক ভলান্টিয়ারের নাম! ব্যবস্থা নেয়নি পুলিস, দাবি নির্যাতিতার...
    ২৪ ঘন্টা | ০৫ নভেম্বর ২০২৪
  • রণজয় সিংহ: এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অবশ্য শুক্রবার রাতে, মালদার হবিবপুর থানার ঋষিপুর অঞ্চলে। এক গৃহবধূর বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টার অভিযোগ মনোজ মণ্ডল নামে এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। শনিবারই হবিবপুর থানায় এ নিয়ে অভিযোগ করা হয়। কিন্তু পুলিস কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ ওই পরিবারের। তাই বিচারে আশায় এবং অভিযুক্তের শাস্তির দাবি জানিয়ে পুলিস সুপারের কাছে লিখিত অভিযোগ করেন নির্যাতিতা।

    নির্যাতিতার অভিযোগ, ঘরে কাপড় পাল্টানোর সময় হঠাৎই ঢুকে পড়ে পেশায় সিভিক ভলান্টিয়ার ওই মনোজ মণ্ডল। এরপর তাঁর হাত, মুখ চেপে ধরে তাঁকে ধর্ষণের চেষ্টা করে সে। নির্যাতিতার চিৎকার শুনে বাড়ির অন্যান্য সদস্যরা ছুটে আসেন। সেই সুযোগ পালিয়ে যায় মনোজ। শনিবার হবিবপুর থানায় সিভিক ভলান্টিয়ার মনোজ মণ্ডলের নামে লিখিত অভিযোগ করা হয়। কিন্তু পুলিস কোনও ব্যবস্থা নেয়নি। তাই পুলিস সুপারের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ জানানো হয়।

    এমন ঘটনা প্রকাশ্যে আসতেই শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলেছে বিজেপি। মালদা উত্তর বিজেপির সভাপতি উজ্জ্বল দত্ত জানান, নারী নির্যাতনে পশ্চিমবঙ্গ এখন ভারতে শীর্ষে! অর্থাৎ, এই তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গকে ধর্ষণের দিক থেকে ভারতে এক নম্বর স্থানে নিয়ে গিয়েছে। যে ঘটনাটি ঘটেছে তা নিন্দনীয়। এর সঙ্গে জড়িত একজন সিভিক ভলান্টিয়ার। ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে হবিবপুর থানায় লিখিত অভিযোগ করলেও পুলিস কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি। তাই বাধ্য হয়ে আজকে তারা (নির্যাতিতার পরিবার) জেলা পুলিস সুপারের দ্বারস্থ হয়েছে। তিনি আরও যোগ করেন, এমনি পুলিসের সঙ্গে সিভিক পুলিস মিলেমিশে গিয়েছে আজকাল। এতে সবার কাছে একটাই বার্তা যাচ্ছে, পুলিসই ধর্ষকদেরকে উৎসাহিত করছে। পশ্চিমবঙ্গে শাসনব্যবস্থা ভেঙে পড়েছে।

    মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু জানান, হবিবপুর থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিস পুলিসের কাজ করবে। আইন মেনেই পুলিস ঘটনার তদন্ত করছে। এ বিষয়ে বিজেপি যত কম কথা বলে তত ভালো। ভারতের মানুষ আজ বিজেপিশাসিত রাজ্যের নারী নির্যাতনের খবর জানে। বাংলায় আইন-শৃঙ্খলা যথেষ্ট রয়েছে, আগামীতেও থাকবে। 

    বিষয়টি নিয়ে জেলা পুলিস সুপার কোনও মন্তব্য করেননি। ওদিকে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার মনোজ মণ্ডল তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

  • Link to this news (২৪ ঘন্টা)