বহু মানুষ সাইবার প্রতারণার শিকার হন। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনিয়ে সতর্ক করে দিয়েছেন। ডিজিটাল অ্য়ারেস্ট নিয়ে তিনি সতর্ক করেছিলেন। কিন্তু তারপরেও একের পর এক সাইবার প্রতারণার ঘটনা হচ্ছে। এবার সেই সাইবার প্রতারণার শিকার হলেন এক ব্লড ডেভেলপমেন্ট আধিকারিক। পশ্চিম মেদিনীপুরের দাঁতন এক ব্লকের ওই বিডিও সাইবার প্রতারণার শিকার হয়েছিলেন। তাঁর অ্যাকাউন্ট থেকে হাওয়া গিয়েছে এক লক্ষ টাকা।
এদিকে খোদ বিডিওই যদি সাইবার প্রতারণার শিকার হন তবে সাধারণ মানুষের কী হবে? প্রশ্নটা উঠতে শুরু করে দিয়েছে।
সূত্রের খবর ট্রাইয়ের নাম করে তাঁর কাছে একটি ফোন এসেছিল। মুম্বই থেকে চলতি মাসে সেই ফোন আসে বলে খবর। ক্রাইম ব্রাঞ্চ থেকে ফোন করা হচ্ছে বলেও জানানো হয়েছিল। সেখান থেকে বলা হয়েছিল আপনার নামে আধার কার্ড ব্যবহার করে মুম্বইয়ের সিম তুলে নানা ধরনের আসামাজিক কাজ চালানো হচ্ছে। সেই সঙ্গে বলা হয় ওই ভুয়ো সিম সহ মোবাইলগুলিকে বন্ধ করার জন্য় ট্রাইয়ের তরফে বলা হচ্ছে। এই কলটি ট্রাই থেকে করা হচ্ছে বলে দাবি করা হয়েছিল। এরপর সেই কলটি অপর একজনকে ট্রান্সফার করা হয়।
সেখানে দাবি করা হয় যে সেটা মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। তবে তখনও বিডিও বুঝতে পারেননি তিনি সাইবার জালিয়াতদের খপ্পরে পড়েছেন। এরপর তাঁকে নানাভাবে ভয় দেখানো হয়। ব্যাঙ্কে তার যে টাকা রয়েছে সেটা কতটা বৈধ সেটা জানানোর জন্য বলা হয়। এরপর তার কাছে একটি লিঙ্ক পাঠানো হয়। সেই লিঙ্কে ক্লিক করতেই অ্যাকাউন্ট হাওয়া।
সব মিলিয়ে এই টাকা চলে যাওয়ার ঘটনার বিষয়টি বুঝতে পেরেই দ্রুত ব্যবস্থা নেন তিনি। সাইবার ক্রাইমের কাছে অভিযোগ জানান তিনি। তবে সাইবার ক্রাইম এনিয়ে দ্রুত ব্যবস্থা নেয়। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই টাকা পুরোটা হাতাতে পারেনি প্রতারকরা। সেই টাকা উদ্ধার করার ব্যাপারে চেষ্টা করা হচ্ছে।
তবে কিছুদিন আগেই সাইবার প্রতারণা নিয়ে সতর্ক করেছিলেন খোদ কলকাতার পুলিশ কমিশনার।
কলকাতার পুলিশ কমিশনার জানিয়েছিলেন, ‘এটা উৎসবের সময়। আমরা জানি আপনারা মার্কেটে যাবেন। প্রচুর কেনাকাটা হবে। আমার কাছে এখনই পরিসংখ্যান নেই। কিন্তু সাইবার ফ্রড এই সময় হয়তো অনেক ক্রিমিনাল অ্যাকটিভ হবে। আমার অনুরোধ থাকবে। আপনারা যখন অনলাইনে পেমেন্ট করছেন একটু দেখে, ক্রশ চেক করে একাধিকবার ক্রশ ভেরিফাই করে নেবেন। যাতে আপনাদের টাকা কোথাও নষ্ট না হয়ে যায়। সেফটি যাতে থাকে। যদি সাইবার ফ্রডে কেউ যদি পড়েন তবে যত তাড়াতাড়ি সম্ভব পুলিশের সঙ্গে যোগাযোগ করে অভিযোগ লগইন করেন। যত তাড়াতাড়ি করবেন ততটাই আশা থাকবে আপনাদের টাকা ফেরত আসার। এটা খুব গুরুত্বপূর্ণ। সাইবার ফ্রডে বেশি সময় দিলে ফেরত পাওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হবে।