কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের নিয়ে বিধানসভা চত্বরে প্রবেশের চেষ্টা করছিলেন বিজেপির দুই বিধায়ক। আর তারপরই বিধানসভা গেটের মুখেই তাদের আটকানো হয়। মূলত কেন তারা কেন্দ্রীয় রক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশের চেষ্টা করছেন তা নিয়ে প্রশ্ন তোলেন বিধানসভার রক্ষীরা। এনিয়ে তাদের সঙ্গে কিছুটা বচসাও হয়। তবে শেষ পর্যন্ত কেন্দ্রীয় রক্ষীদের বাইরে রেখেই বিধানসভায় যান বিজেপি বিধায়করা।
অশোক দিন্দা ও শঙ্কর ঘোষ এই দুই বিজেপি বিধায়ক মঙ্গলবার কেন্দ্রীয় রক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশের চেষ্টা করেছিলেন। সেই সময় বিজেপি বিধায়কদের সঙ্গে বিধানসভার রক্ষীদের বচসা হয়। বিজেপি বিধায়কদের গাড়ি আটকানো হয়। এদিকে গাড়িতে ছিলেন বিজেপির চিফ হুইপ শঙ্কর ঘোষ। তাঁকে বলা হয় কেন্দ্রীয় রক্ষীদের নিয়ে বিধানসভার মধ্য়ে যাওয়া যাবে না। একথা বলে তাঁদের গাড়ি আটকানো হয়। এদিকে গাড়িতে দুজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ছিলেন। তবে নিয়ম অনুসারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে বিধানসভায় প্রবেশ করা যায় না।
এরপর কেন্দ্রীয় বাহিনী বাইরে রেখেই বিধানসভায় ঢোকেন দুই বিজেপি বিধায়ক। বিধানসভার বাইরে চলে আসেন কেন্দ্রীয় রক্ষী। দুজন করে কেন্দ্রীয় রক্ষী ছিলেন তাঁদের সঙ্গে। তাঁরা এরপর নেমে আসেন গাড়ি থেকে।
কেন্দ্রীয় বাহিনী বিধানসভায় যেতে পারেন না। এটা বিধানসভার নিয়ম। তবে শঙ্কর ঘোষ, অশোক দিন্দাদের গাড়িতে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী ছিলেন। এরপর শঙ্কর ঘোষ দাবি করেন কোন অর্ডারে বলে কেন্দ্রীয় বাহিনী প্রবেশ করতে পারবেন না সেই নির্দেশ দেখতে চান শঙ্কর ঘোষ। শেষ পর্যন্ত বিধানসভার রক্ষীরা ২০২১ সালের একটি নির্দেশ দেখান। এরপর কেন্দ্রীয় রক্ষাদের বাইরে রেখেই বিধানসভায় প্রবেশ করেন বিজেপি বিধায়করা।