• বক্সটা একটু আস্তে করবেন? ঘুম আসছে না, প্রতিবাদ করতেই মার কালীপুজোর শোভাযাত্রায়
    হিন্দুস্তান টাইমস | ০৫ নভেম্বর ২০২৪
  • কালীপুজোর বিসর্জনে তারস্বরে সাউন্ড বক্স বাজানো হচ্ছিল। সেই সঙ্গেই দেদারে শব্দবাজি । গভীর রাতে এই ঘটনার জেরে এলাকায় কারোরই ঘুম আসছে না। এই বক্স বাজানো আর বাজি ফাটানোর প্রতিবাদ করেছিলেন এক ব্যক্তি। আর তার জেরেই তাকে মারধর করা হয় বলে অভিযোগ। 

    প্রতিবাদকারীরা জানিয়েছেন, রাত দেড়টা নাগাদ কালীপুজোর শোভাযাত্রা বেলঘড়িয়া থেকে আড়িয়াদহের দিকে যাচ্ছিল। সেই সময় মৌসুমী মোড়ের কাছে তারস্বরে বক্স বাজানো হচ্ছিল। এমনকী তার সঙ্গে চলছিল একের পর এক শব্দবাজি ফাটানো। বহুতলের এক বাসিন্দা এনিয়ে তীব্র প্রতিবাদ জানান। এরপরই সেই শোভাযাত্রায় থাকা কয়েকজন সেই বাসিন্দাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। এমনকী তার মা বাবা আটকাতে এলে তার উপরেও শোভাযাত্রার লোকজন চড়াও হয় বলে অভিযোগ। পুলিশ অশান্তি থামাতে এলাকায় আসে। লাঠিচার্জও শুরু হয়। এদিকে সেই সময় এক পুলিশকর্মীকে কামড়ে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। 

    এদিকে যে যুবককে মারধর করা হয়েছে তার বাবা-মাও রেহাই পায়নি। তার বাবার দাবি, আধ ঘণ্টা ধরে তারস্বরে বাজনা বাজছিল। ওপরের দিকে বাজি ছুঁড়ছিল। আমার ছেলে রাত ১টা ২৮ মিনিট নাগাদ পুলিশকে খবর দেয়। ছেলে ওপর থেকে বারণ করেছিল। এদিকে ঘটনার সময় সবাই মত্ত অবস্থায় ছিল। এরপর ছেলে নেমে আসে। আমিও পেছন পেছন এসেছিলাম। ছেলে বলেছিল রাত দেড়টা বাজে। একটু শব্দটা বন্ধ করো। পাড়ার লোকজন ঘুমোতে পারছে না। এরপর ছেলেকে ওরা মারতে আসে। বাবা হিসাবে আমি বাঁচাতে যাই। আগলানোর চেষ্টা করি। তখন মহিলারা এসে আমায় কেস দেওয়ার জন্য বলে, আপনি গায়ে হাত দিলেন। পুলিশের লোকজনের উপরেও ওরা চড়াও হয়েছিল। মারধর করছিল। মহিলা পুলিশের হাত কামড়ে দেয়। জামা ছিঁড়ে দিয়েছিল। 

    সব মিলিয়ে গোটা ঘটনায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্রের খবর, বক্সের আওয়াজটা একটু আস্তে করতে বলেছিলেন ওই ব্যক্তি। আর তার জেরেই শুরু হয় মারধর। তবে শুধু আড়িয়াদহতেই নয়, লেকটাউনেও শব্দবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় আক্রান্ত হতে হয়েছে একজনকে। আবার এন্টালিতে প্রতিবাদকারীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। 

    এদিকে গোটা ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে। নদিয়ায় সম্প্রতি এক মহিলার গায়ে মদ ছিটিয়ে দেওয়া হয়েছে বলে খবর। এমনকী তার স্বামী প্রতিবাদ করলে তার উপরেও চড়াও হয় বলে অভিযোগ। সেই ঘটনাতেও এলাকায় শোরগোল পড়েছিল। 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)