দমকল বিভাগের আধিকারিক রাজু দাস জানিয়েছেন, ওই বাগানবাড়ির ভিতরে কিছু পুরনো জামাকাপড়, আসবাবপত্র ছিল, যেগুলিতে আগুন ধরে যায়। প্রাচীন ওই বাড়িতে কোনও বিদ্যুৎ সংযোগ নেই। তাই কী ভাবে সেখানে আগুন ধরল, তা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ।
বসিরহাট-বেড়াচাঁপার মধ্যে টাকি রোডের ধারে গড়ে উঠেছে ধান্যকুড়িয়ার গাইন গার্ডেন। প্রায় দেড়শো বছর আগে ধান্যকুড়িয়ার পাট ব্যবসায়ী মহেন্দ্রনাথ গাইন দুর্গের আদলে ৩৩ বিঘা জমি জুড়ে ভবনটি নির্মাণ করেন। ইন্দো-ইউরোপীয় মিশ্র রীতিতে তৈরি হয়েছিল বাড়িটি। স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাগান বাড়িতে জমিদার ও তাঁদের ব্যবসায়িক সহযোগী ইংরেজদের বিনোদনের ব্যবস্থা ছিল। সে সময়ে টাকি রোড বরাবর মার্টিন রেল চলত। ধান্যকুড়িয়ায় স্টেশনও ছিল। ওই রেলে করে ইংরেজরা আসত গাইন গার্ডেনে। ২০২২ সালে এই বাগানবাড়িকে হেরিটেজ স্বীকৃতি দেওয়া হয়। যদিও স্থানীয়দের অভিযোগ, তকমা পেলেও এর রক্ষণাবেক্ষণ করা হয়নি।